ব্রেকিং
যে কারণে হঠাৎ আদালতে সালমান খান
সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে আদালত-জেলখানা শব্দগুলো জড়িয়ে আছে। তাই সালমান খান আদালতে গেছেন এমন খবরেই নড়ে-চড়ে বসেন তার ভক্তরা। আবারও সালমানকে দেখা গেল আদালতে।

এবার অবশ্য কোন মামলার ঝামেলায় পড়েননি সালমান। ব্যক্তি অধিকার সুরক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিনেতার অনুমতি ব্যতীত বেশ কিছু ওয়েব প্ল্যাটফর্ম তার ছবি ব্যবহার করছে। তাতেই আপত্তি জানিয়েছেন ‘ভাইজান’ খ্যাত এই অভিনেতা।

তিনি আদালতে জানান, অনুমতি ছাড়াই তার কণ্ঠস্বর, ছবি, সংলাপ ব্যবহার করে ব্যবসা করা হচ্ছে, যা তার ভাবমূর্তিতে ব্যাঘাত ঘটাচ্ছে। বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম এবং গোষ্ঠী তার সম্মতি ছাড়া তার পরিচয় ব্যবহার করেছে, যা মানুষকে বিভ্রান্ত করতে পারে।

ইতিমধ্যেই আদালতের তরফে ওটিটি প্ল্যাটফর্মগুলোকে অভিনেতার আবেদনে সাড়া দেওয়ার নিদের্শ দেওয়া হয়েছে।