ব্রেকিং
১৮ কেজি ওজন কমিয়ে বাঁধনের চমক
আজমেরী হক বাঁধনের ওজন কমানোর আগে ও পরে। ছবি: সংগৃহীত

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পথচলা শুরু আজমেরী হক বাঁধনের। সময়ের সঙ্গে তার ঝুলিতে যুক্ত হয়েছে অসংখ্য নাটক ও ওয়েব ফিল্ম। বড় পর্দায় অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

অভিনয়ের পাশাপাশি নিজের রূপ ও ব্যক্তিত্ব দিয়েও আলাদা করে নজর কেড়েছেন বাঁধন। ৪২ বছরেও কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব বাঁধন। বিভিন্ন ইস্যুতে ভক্তদের মাঝে নিজের ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করেন। এবার ৭৮ কেজি থেকে ৬০ কেজিতে নেমে আসা সুকঠিন যাত্রার আগে ও পরের ছবি প্রকাশ করে সবাইকে চমকে দিয়েছেন অভিনেত্রী।

এই যাত্রা সহজ ছিলো না জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজমেরী হক বাঁধন লেখেন, ‘৭৮ কেজি থেকে ৬০ কেজি— আমি এটি করেছি! এই যাত্রা সহজ ছিল না। মানসিক স্বাস্থ্য সংগ্রাম, অস্বাস্থ্যকর অভ্যাস ও বংশগত কারণে ওজন বৃদ্ধিকে তুচ্ছ করার ফলস্বরূপ আমার ওজন বেড়েছিল। কিন্তু সঠিক চিকিৎসকের নির্দেশনা, ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের জোরে আমি মাত্র ৬ মাসে ১৮ কেজি ওজন কমাতে পেরেছি।’

অভিনেত্রী লেখেন, তার সবচেয়ে বড় শক্তি ছিল তার মেয়ে। মেয়েই তাকে শরীরচর্চা করতে, জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছে। তিনি আরও উল্লেখ করেন, ‘এটি শুধু ওজন কমানো নয়— এটি নিরাময়, শক্তি এবং আত্মসম্মানেরও প্রতীক; এখনো এগিয়ে চলছি।’

বাঁধনের এই চেষ্টা ও এতটা ওজন কমানোয় তার ভক্ত অনুরাগীরা বেশ চমকেও গেছেন! একজন লিখেছেন, ‘ওয়াও! এটা অনুপ্রেরণামূলক’। আরেকজন লিখেছেন, ‘সত্যিই চমৎকার!’

প্রসঙ্গত, বর্তমানে নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাঁধন। এটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে।