


‘আনব্রোকেন সোর্ড’ নামের এই সিনেমার পরিচালনা করছেন আলেক সাখারভ। তিনি ‘গেম অব থ্রোনস’, ‘রোম’, ‘ডেক্সার’, ‘মার্কো পোলো’ ও ‘ওজার্ক’সহ বহু জনপ্রিয় সিরিজ পরিচালনা করেছেন।
-1200215.jpg)
সব মিলিয়ে ভক্তদের মাঝে বেশ আলোচনায় আছেন এই পাকিস্তানি সুন্দরী।
-1170907.jpg)
প্রথম জনপ্রিয়তা আসে। এরপর ‘ম্যালা মজনু’, ও ‘লাম সাই চৌরা’সহ কয়েকটি গানও জনপ্রিয়তা পায়।

এক ভিডিও বার্তায় হানিয়া জানিয়েছেন যে, প্রথমবারের মতো তিনি খুব শিগগিরই বাংলাদেশে আসবেন। হানিয়া বলেন

গত বছর মোনালির মায়ের মৃত্যুর আগে স্পষ্ট হয়ে গিয়েছিল সবকিছু। সেই সময়ই তিনি তার স্বামীর সঙ্গে সব ছবি মুছে দি

যারা ভাবেন আমি কাজ পাওয়ার জন্য বা প্রচারে থাকার জন্য এসব বলেছি, তাদের ভাবনা আমাকে চূড়ান্তভা

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানিয়েছেন, শনিবার রাতে বরিশাল থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকায় আনা হচ্ছে।

ইতোমধ্যেই বিষয়টি নিয়ে নেটফ্লিক্সের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা হয়েছে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের।

অভিযোগে বলা হয়, ১৩ আগস্ট মডেল আজবিয়া খান মসজিদের ভেতরে “অশোভন পোশাকে” ভিডিও ধারণ করেন

সেনিয়ার স্বামী সংবাদমাধ্যমের কাছে বলেছেন, মুহূর্তের মধ্যে সব কিছু বদলে গিয়েছিল। এক সেকেন্ডের মধ্যেই সবকি

জিও এন্টারটেইনমেন্টের জনপ্রিয় নাটক সিরিজ ‘মোহরা’তে তার পারফরম্যান্স এবং সহঅভিনেতা আগা আলির সঙ্গে তা

তিনি আরও অভিযোগ করেন, ‘পরবর্তীতে তিনি টিকটক তারকা জান্নাত মির্জা এবং উপস্থাপিকা জুগন কাজিমের সঙ্গে মিলে আ

জেলা পুলিশ কর্মকর্তা আনোয়ার শেখ জানিয়েছেন, রাজপুতের ১৫ বছর বয়সী মেয়ে অভিযোগ করেছে, কিছু ব্যক্তি তার
-1130251.jpg)
অভিনেত্রীর সঙ্গে তার যোগাযোগ ছিল খুবই সীমিত এবং তা কেবল হোয়াটসঅ্যাপেই সীমাবদ্ধ ছিল। হুমাইরা সর্বশে

হুমায়রা মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মঙ্গলবার রাতে পোস্টমর্টেম সম্পন্ন হয়। এরপর পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, ‘মরদেহটি চূড়া

তবে নানা সূত্র বলছে, এই টিকটকারের এক সহযোগীর সঙ্গে তার বিরোধ রয়েছে। আর তা প্রকাশ্যে আসার পরই বারবার আপত্তিকর মুহূর্তের ভিডিও ফাঁস হচ্ছে।

নিজের দেশকে চোখের সামনে পুড়তে দেখা, আক্রমণকারীদের প্রশংসা সহ্য করা যেন অসহনীয়

সোমবার (২ জুন) ইসলামাবাদের সেক্টর জি-১৩ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ‘দ্য ট্রিবিউন’।

ভিউজ অ্যান্ড ভিশনসের স্বত্বাধিকারী জসিম আহমেদ বলেন, ‘বাংলাদেশে এর আগে কিছু কনটেন্ট বাংলায় ডাবিং হলেও, এভাবে এত বড় আয়োজনে কোনো কোরিয়ান সি

এ সময় লুবাবা সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহ্বান জানান। লুবাবাকে বলতে শোনায়, আশেপাশের মডার্ন-দের মতো ফলো করতে গেলে যেটা হয়, আমাদের আসল যে লক্ষ্য- পরকাল,

‘আলি আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামে আয়োজিত এই কনসার্ট অনুষ্ঠিত হবে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সে