ব্রেকিং
ঐশীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন শুভ
আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরেই অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীকে নিয়ে চলছে আলোচনা। পর্দায় তাদের রসায়ন নিয়ে আলোচনার পাশাপাশি বাস্তবেও তাদের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এরই মাঝে পরিচালক রায়হান রাফি নির্মিত ‘নূর’ সিনেমায় তাদের একটি চুম্বন দৃশ্য ফাঁস হওয়ার পর নতুন করে চর্চা শুরু হয়। যদিও চুুমুর দৃশ্যকে শুধু অভিনয় হিসেবে দেখছি বলে মন্তব্য করেন ঐশী। এবার নিজেদের প্রেম ও সেই অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নীরবতা ভাঙলেন আরিফিন শুভ।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নূর’। এ উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান স্পষ্ট করেন শুভ।

সহশিল্পী ঐশীর সঙ্গে প্রেমের গুঞ্জন কতটা সত্যি—এমন প্রশ্নের জবাবে শুভ বলেন, “গুঞ্জন সত্য হলে আপনি প্রশ্ন করার সময় এটাকে ‘গুঞ্জন’ বলতেন না। শোবিজে কাজ করলেই সহশিল্পীদের নিয়ে এ ধরনের কথা ছড়ায়—এটা নতুন কিছু নয়। আমি এগুলোকে কখনো গুরুত্ব দিই না, প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনও দেখি না। এটা তারকা জীবনের অংশ, এর বেশি কিছু নয়।”

ঐশীর সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয়ের কারণ ব্যাখ্যা করে অভিনেতা বলেন, ‘গল্প যদি ডিমান্ড করে, একজন অভিনেতা হিসেবে প্রয়োজনীয় যে কোনো কিছু করতে প্রস্তুত। কিন্তু সেটা শুধু আলোচনার জন্য বা সিনেমা বিক্রির জন্য হলে হবে না—চরিত্রের ভেতরে তার স্পষ্ট প্রয়োজন থাকতে হবে।’

‘নূর-এর গল্পে যেটা প্রয়োজন ছিল, আমি সেটা করেছি। চরিত্র যেদিকে নিয়ে গেছে—আমিও সেভাবে অভিনয় করেছি’, যোগ করেন তিনি।

অন্তরঙ্গ দৃশ্যে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে শুভ বলেন, “এটা আসলে ‘কিস’ নয়, এটা আসলে একটা ‘মোমেন্ট’। আমরা কখন যে সিনটা করলাম, আদৌ কি কোনো কিছু হলো? আমরা নিজেরাও বোধ হয় বুঝতে পারি নাই। সত্যি বলতে আমার অস্বস্তি লাগে নাই। কারণ সেই মোমেন্টে আরেকটা চরিত্র আমার মধ্যে বসবাস করছিল।”

প্রসঙ্গত, রায়হান রাফি পরিচালিত ‘নূর’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ওটিটিতে মুক্তির পর শুভ-ঐশী জুটির এই কেমিস্ট্রি দর্শকদের কতটা মুগ্ধ করে, সেটাই এখন দেখার বিষয়।