শিরোনাম

এবার অভিনয়ে মেঘনা আলম

বিনোদন ডেস্ক
এবার অভিনয়ে মেঘনা আলম
মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। ছবি: সংগৃহীত

এবার অভিনয়ে নাম লেখালেন আলোচিত মডেল মেঘনা আলম। হঠাৎ করেই দেশীয় ও আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দেয়া মিস আর্থ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।

ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে সম্প্রচারিত ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় এক চরিত্রে দেখা মিলেছে মেঘনার। এক বিশেষ মিশন নিয়ে পর্দায় হাজির হয়েছেন তিনি। মিশন শেষ হওয়ার পর আবারও নিজস্ব জগতে ফিরে যাবেন।

নির্মাতা জানান, প্রথম দৃশ্যেই পর্দা উপস্থিতি ঘটেছে অভিনেতা রকি খানের সাথে ধাক্কা লাগার মাধ্যমে। সে এক মজার দৃশ্য। নাটকের ২৭তম পর্বে দেখা যাবে মেঘনা আলমকে। প্রচার হবে ৩ জানুয়ারি (শনিবার) রাত ৮টা ৪০ মিনিটে।

এ বিষয়ে মেঘনা আলম বলেন, ‘মিস আর্থ হওয়ার আগে আমার মিডিয়া বা বিনোদন জগতে কোনো কাজের অভিজ্ঞতা ছিলো না। আমি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই একটি স্বপ্ন ছিলো একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। সেটিও হলো। এবার অভিনয়েও নাম লেখালাম। আমার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য ছিল।’

তিনি আরও বলেন, ‘নিজেকে অভিনেত্রী হিসেবে পর্দায় দেখতে আমি ভীষণ এক্সাইটেড। এখন আর কেউ আমাকে অভিনেত্রী বললে সেটি শুধরে দিতে হবে না, কিংবা উইকিপিডিয়ার লেখা ভুল বলে মনে হবে না। আমি এখন সত্যিই একজন অভিনেত্রী।’

উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মেঘনা আলম। এরপর মিস আর্থ বাংলাদেশ ২০২০-এর মুকুট অর্জন করেন। একই বছর মিস আর্থ (আন্তর্জাতিক) প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তবে তার বিরুদ্ধে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠলে দেশীয় ও আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়ে যায়। ২০২৫ সালের এপ্রিল মাসে তাকে জাতীয় নিরাপত্তার হুমকির অভিযোগে আটক করা হয়।

মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষিবিষয়ক বিষয় নিয়ে সেমিনার সিম্পোজিয়ামে ব্যস্ত। সেই সঙ্গে তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের হয়ে নির্বাচনও করছেন তিনি।

/জেএইচ/