শিরোনাম

সহজেই নাগরিকত্ব পাওয়া যায় এমন ৫ দেশ

সিটিজেন-আন্তর্জাতিক-ডেস্ক
সহজেই নাগরিকত্ব পাওয়া যায় এমন ৫ দেশ
আয়ারল্যান্ডের নাগরিকত্ব পেতে ভাষা পরীক্ষা দেওয়া লাগে না। ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্বায়নের যুগে অনেকেই জীবিকা, শিক্ষা বা পারিবারিক কারণে নিজের দেশ ছেড়ে বিদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ খোঁজেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশ নাগরিকত্বের শর্ত আরও কঠিন করেছে। এর ফলে অন্য দেশের নাগরিক হওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তবুও কিছু দেশ রয়েছে যেখানে তুলনামূলকভাবে সহজে নাগরিকত্ব পাওয়া যায়। বিনিয়োগ, পিতা-মাতার নাগরিকত্ব, বিয়ে বা একটি নির্দিষ্ট সময় আইন মেনে বৈধভাবে বসবাস করে একজন বিদেশি নাগরিক দ্বৈত নাগরিকত্ব পেতে পারেন। চলুন জেনে নিই সহজেই নাগরিকত্ব পাওয়া যায় এমন কয়েকটি দেশের কথা।

আয়ারল্যান্ড

ইউরোপের নন–সেনজেনভুক্ত দেশ আয়ারল্যান্ডে বংশানুক্রমিক ভিত্তিতে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ যদি কারও বাবা-মা বা দাদা-দাদি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে সেই ব্যক্তি নাগরিকত্বের জন্য যোগ্য হতে পারেন।

আয়ারল্যান্ডের কাইলমোর এবি প্রাসাদ
আয়ারল্যান্ডের কাইলমোর এবি প্রাসাদ

নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে বিদেশি জন্মনিবন্ধনের মাধ্যমে নিজেকে নিবন্ধন করতে হবে। আইরিশ নাগরিকত্ব পাওয়া মানে শুধু ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্ট পাবেন না, ইউরোপের অনেক দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধাও পাবেন। আয়ারল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করলে দ্বৈত জাতীয়তা বজায় রাখা যায়। কোনো ভাষা পরীক্ষারও প্রয়োজন হয় না।

ভানুয়াতু

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে উন্নয়ন সহায়তা প্রোগ্রামের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। এই প্রক্রিয়ায় মাত্র দুই মাসের কম সময়ে নাগরিকত্ব পাওয়া সম্ভব। নাগরিকত্বের জন্য সরকারি তহবিলে ন্যূনতম বিনিয়োগ করা লাগে।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। ছবি: সংগৃহীত
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু। ছবি: সংগৃহীত

ভানুয়াতুর নাগরিকত্বধারীরা শতাধিক দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন। এছাড়া বিদেশি আয়ের ওপর কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স বা অন্যান্য কর আরোপ করা হয় না। যারা দ্রুত এবং সহজভাবে নাগরিকত্ব অর্জন করতে চান, তাদের জন্য ভানুয়াতু একটি আদর্শ দেশ।

ডোমিনিকা

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ডোমিনিকায় বিনিয়োগের মাধ্যমে তুলনামূলক সহজেই নাগরিকত্ব পাওয়া যায়। দেশটিতে মূলত দুইভাবে বিনিয়োগ করা যায়। ইকোনমিক ডাইভারসিফিকেশন ফান্ড বা অর্থনৈতিক বৈচিত্র্য তহবিলে ন্যূনতম বিনিয়োগ, আর রিয়েল এস্টেটে বিনিয়োগ।

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ডোমিনিকা। ছবি: সংগৃহীত
ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ডোমিনিকা। ছবি: সংগৃহীত

এই দুই পদ্ধতির যেকোনো একটিতে বিনিয়োগ করলে বিদেশি নাগরিকরা মাত্র কয়েক মাসের মধ্যেই ডোমিনিকার নাগরিকত্ব অর্জন করতে পারেন। ডোমিনিকার পাসপোর্টধারীরা ইউরোপের সেনজেনভুক্ত দেশসহ ১৪০টিরও বেশি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান। এ প্রকল্পের আওতায় দ্বৈত নাগরিকত্ব রাখা যায় এবং সেখানে বসবাসেরও প্রয়োজন হয় না।

তুরস্ক

সরাসরি বিনিয়োগের মাধ্যমে সহজেই তুরস্কের নাগরিকত্ব পাওয়া যায়। নাগরিকত্ব পেলেও সেখানে বসবাসের বাধ্যবাধকতা নেই। অর্থাৎ চাইলে দেশটির বাইরে থেকেও নাগরিকত্ব ধরে রাখা যায়। তুরস্কের পাসপোর্টধারীরা অনেক দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা উপভোগ করতে পারেন।

তুরস্কের নাগরিকত্ব নিলেও সেদেশে বসবাসের বাধ্যবাধকতা নেই। ছবি: সংগৃহীত
তুরস্কের নাগরিকত্ব নিলেও সেদেশে বসবাসের বাধ্যবাধকতা নেই। ছবি: সংগৃহীত

কমপক্ষে ৪ লাখ মার্কিন ডলারের রিয়েল এস্টেট কিনলে কয়েক মাসের মধ্যেই তুরস্কের নাগরিকত্ব পাওয়া সম্ভব। তুরস্কে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্বের জন্য নিজ দেশের নাগরিকত্ব বা আসল জাতীয়তা ত্যাগ করার প্রয়োজন হয় না।

পর্তুগাল

পর্তুগালের গোল্ডেন ভিসা প্রোগ্রাম ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অন্যতম জনপ্রিয়। নির্দিষ্ট কিছু শর্ত ও নিয়ম মেনে পাঁচ বছর বৈধভাবে বসবাস করার পর পর্তুগিজ নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। তবে আবেদন করার আগে পর্তুগিজ ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

দ্বৈত নাগরিকেরা ভিসামুক্ত ভ্রমণ এবং সেনজেন দেশগুলোতে প্রবেশ করতে পারবেন। ছবি: সংগৃহীত
দ্বৈত নাগরিকেরা ভিসামুক্ত ভ্রমণ এবং সেনজেন দেশগুলোতে প্রবেশ করতে পারবেন। ছবি: সংগৃহীত

পর্তুগালে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করেও ইইউ নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। দ্বৈত নাগরিকেরা ভিসামুক্ত ভ্রমণ এবং সেনজেন দেশগুলোতে প্রবেশ করতে পারবেন।

সূত্র: হাউ স্টাফ ওয়ার্কস

/জেএইচ/