শিরোনাম

বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে নৌঘাঁটি গড়ছে ভারত

সিটিজেন-ডেস্ক
বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে নৌঘাঁটি গড়ছে ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনের সামরিক তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের বন্দরশহর হলদিয়ায় নতুন একটি নৌঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়েছে ভারতের নৌবাহিনী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগকে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে নিজেদের সামরিক প্রস্তুতি জোরদারের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে।

ভারতের নৌবাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন, সম্প্রতি বঙ্গোপসাগরের উত্তর অংশে চীনা নৌবাহিনীর তৎপরতা বেড়েছে। একই সময়ে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের একাধিকবার পাকিস্তান সফর করেছে। এসব ব্যাপার বিবেচনাধীনে রেখেই নতুন এই নৌঁঘাটি তৈরির পরিকল্পনা নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নতুন নৌঘাঁটিটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এই ঘাঁটি স্থাপন হলে হুগলি নদী ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই ভারতীয় নৌবাহিনী বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারবে।

নৌঘাঁটি নির্মাণে হলদিয়া ডক কমপ্লেক্সের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে একদিকে সামরিক কার্যক্রম পরিচালনা সহজ হবে, অন্যদিকে নতুন অবকাঠামো নির্মাণে অতিরিক্ত ব্যয়ও কমবে।

ভারতীয় নৌবাহিনীর সূত্র জানায়, এই ঘাঁটিতে মোতায়েন করা হবে ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট (এফআইসি) এবং নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট (এনডব্লিউজেএফএসি)– এর মতো দ্রুতগামী যুদ্ধজাহাজ। এসব নৌযানের গতি ঘণ্টায় ৭৪ থেকে ৮৩ কিলোমিটার (৪০-৪৫ নট) পর্যন্ত। এগুলোকে সিআরএন-৯১ স্বয়ংক্রিয় মেশিনগান, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সুইসাইডাল ড্রোন ‘নাগাস্ত্র’সহ আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হবে।

প্রস্তাবিত এই ঘাঁটিতে অন্তত ১০০ জন নৌ কর্মকর্তা ও নাবিক সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এসএ/