শিরোনাম

সীমিত পরিসরে ইন্টারনেট চালু

ইরানে বিক্ষোভে ৩ হাজারেরও বেশি নিহত: মানবাধিকার গ্রুপ

সিটিজেন-ডেস্ক­
ইরানে বিক্ষোভে ৩ হাজারেরও বেশি নিহত: মানবাধিকার গ্রুপ
ইরানের রাজধানী তেহরানে ব্রিটিশ দূতাবাসের সামনে ইরানি নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থান (ছবি:সংগৃহীত)

ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার একটি মানবাধিকার গোষ্ঠী এই তথ্য জানিয়েছে। এদিকে বিক্ষোভের কারণে আট দিন বন্ধ থাকার পর ইরানে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স সূত্র এই তথ্য জানিয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গ্রুপ এইচআরএএনএ ইরানে বিক্ষোভ-চলাকালে সহিংসতায় নিহতের সংখ্যা যাচাই করে বলেছে, তারা ইরানে ৩ হাজার ৯০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হতে পেরেছে। এদের মধ্যে ২ হাজার ৮৮৫ জনই বিক্ষোভকারী।

দেশটির বাসিন্দারা বলছেন, সরকারি বাহিনীর কঠোর অভিযানে বিক্ষোভ অনেকটা কমে গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর খবরে আরও অনেককে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে।

দেশটির বাসিন্দারা বলছেন, সরকারি বাহিনীর কঠোর অভিযানে বিক্ষোভ অনেকটা কমে গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর খবরে আরও অনেককে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে।

দেশটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে তেহরানের কয়েকজন বাসিন্দা বলেছেন, গত চার দিন ধরে রাজধানী তুলনামূলক শান্ত আছে। শহরের ওপর দিয়ে ড্রোন উড়ছে। কিন্তু বৃহস্পতি ও শুক্রবার তেহরানে বড় কোনো বিক্ষোভ হয়নি।

গত ২৮ ডিসেম্বর থেকে অর্থনৈতিক দুর্দশার ক্ষোভ থেকে বিক্ষোভ শুরু হয়। পরে তা সরকাবিরোধী বড় আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারি ভবন, পুলিশ ও অন্যান্য বাহিনীর কার্যালয় ও সদস্যদের ওপর হামলা চালায়। বিক্ষোভ দমাতে ইরানের শাসকরাও এক পর্যায়ে মারমুখী হয়ে ওঠে।

সরকারবিরোধী গোষ্ঠী এবং ইরানি এক কর্মকর্তা বিক্ষোভে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন। দেশটিতে চলমান পরিস্থিতিকে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের ইরানে হওয়া সবচেয়ে বড় অস্থিরতা হিসেবে দেখা হচ্ছে।

ইন্টারনেটের সেবা তদারকারী আন্তর্জাদিক সংস্থা নেটব্লকস সামাজকি যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘আজ সকালে ইরানে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা পাওয়া গেছে।’

ইন্টারনেটের সেবা তদারকারী আন্তর্জাদিক সংস্থা নেটব্লকস সামাজকি যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘আজ সকালে ইরানে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা পাওয়া গেছে।’ সাধারণ সময়ের তুলনায় এই ইন্টারনেট সেবার গতি মাত্র ২ শতাংশের মতো।

যেসব ইরানি বিদেশে আছেন তারাও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বলেছেন, তারা শনিবার সকাল থেকে ইরানের ভেতর থাকা তাদের বন্ধু-স্বজনদের কাছে বার্তা পাঠাতে পেরেছেন ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিলে ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর দেশটির সরকার গণমৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত বাতিল করে দেয়।

এই সিদ্ধান্তে তেহরানের নেতাদের ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেছেন “নির্ধারিত সব মৃত্যুদণ্ড (৮০০-র বেশি), যেগুলো গতকাল হওয়ার কথা ছিল, সেগুলো ইরানের নেতারা যে বাতিল করেছেন তাকে গভীর সম্মান জানাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ট্রাম্প এ কথা বলেছেন।

তবে ইরান বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ডের পরিকল্পনা কিংবা পরে তা বাতিলের কোনো ঘোষণা কখনোই দেয়নি বলে নিশ্চিত করেছে।

ইরান থেকে ফিরে আসা ভারতীয় শিক্ষার্থী ও তীর্থযাত্রীরা েবলছেন, বিক্ষোভের ওই দিনগুলোতে বেশিরভাগ সময় তারা তাদের ঘরেই ছিলেন, তবে ইন্টারনেট না থাকায় তারা দেশে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না।

নিজেদের নাগরিকদরে নিরাপত্তার বিষয়ে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লি সব পদক্ষেপই নেবে।

বাকি/টিই/