শিরোনাম

৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

সিটিজেন-ডেস্ক
৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান
ফাইল ছবি (ডন)

পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ইসলামাবাদ ও গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডিসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে এই ভূমিকম্পটি ঘটে।

দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী অঞ্চলের কাছে ভূপৃষ্ঠের ১৫৯ কিলোমিটার গভীরে ছিলো ভূমিকম্পটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার। তবে এপিসেন্টার ও আশপাশের এলাকায় ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।

এনএসএমসি জানায়, স্থানীয় সময় রাত ২টার দিকে কম্পন শুরু হলে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সোয়াত, শাংলা, বুনেরসহ বিভিন্ন শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোথাও হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে পাকিস্তানে সর্বশেষ ভূমিকম্পটি ঘটে ২০২৫ সালে, গত বছরের ২১ অক্টোবর। রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার সেই ভূমিকম্পে ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া ও আজাদ জম্মু-কাশ্মির কেঁপে ওঠে।

এর মাত্র চার দিন আগেই দেশটিতে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পটির এপিসেন্টার ছিল খাইবার পাখতুনখোয়া প্রদেশে।

সূত্র : জিও টিভি

/জেএইচ/