শিরোনাম

মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশে যান চলাচল সীমিত

সিটিজেন-ডেস্ক­
মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশে যান চলাচল সীমিত
ফার্মগেট এলাকায় যান চলাচল সীমিত। ছবি: সিটিজেন জার্নাল ২৪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ করা হয়েছে। এর আশপাশের সড়কগুতেও যান চলাচল সীমিত করা হয়েছে। সর্বসাধারণের জন্য পায়ে হাঁটার পথ উন্মুক্ত আছে।

ইতোমধ্যে জানাজায় অংশ নিতে রাজধানী ও দেশের নানা প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ।

প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে যানবাহনগুলোকে মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জানাজায় অংশ নিতে আসা সবাইকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্বপ্রান্তে আর্চওয়ে গেইট পার হয়ে প্রবেশ করতে হচ্ছে।

এদিকে যাত্রী চাপ সামলাতে মেট্রো কিছু সময়ের জন্য ফ্রি করে দেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের জানাজার পর তাকে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

তানভীর