শিরোনাম

তারেক রহমানের সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ

খালেদা জিয়াকে ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ বলেছে ভারত

সিটিজেন-ডেস্ক­
খালেদা জিয়াকে ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ বলেছে ভারত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা পৌঁছে দেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের শোকবার্তা পৌঁছে দিয়েছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ শোকবার্তা হস্তান্তর করেন।

এদিন জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভেনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে জাতীয় সংসদ ভবনে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ ভবনে (বাঁ থেকে) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ ভবনে (বাঁ থেকে) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

এর আগে, দুপুর ১১টা ৫৫ মি‌নি‌টে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন এস জয়শঙ্কর। বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহানসহ অন্যান্য কর্মকর্তা। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাও উপস্থিত ছিলেন।

বিকালেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজ দেশে ফিরে যান।

তাএ