শিরোনাম

রাজধানীর চার সড়কে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর চার সড়কে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ
ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীরা দুপুর ১ টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় আটকে অবস্থান নেন (ছবি: সিটিজেন জার্নাল)

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ দ্রুত জারির এক দফা দাবিতে রাজধানীর চার সড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে একযোগে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড়, মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীর আমতলী মোড় অবরোধ করেন। ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় আটকে অবস্থান নেন।

ছবি: সিটিজেন জার্নাল
ছবি: সিটিজেন জার্নাল

বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা প্রথমে ভিক্টোরিয়া পার্কে সমবেত হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে তাঁতীবাজার মোড়ে অবস্থান নেন। শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী এস এইচ রবিউল্লাহ বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতেই তারা এই কর্মসূচি পালন করছেন।

ছবি: সিটিজেন জার্নাল
ছবি: সিটিজেন জার্নাল

একই সময় মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে টেকনিক্যাল মোড় অবরোধ করেন। ওই কলেজের শিক্ষার্থী মো. জুয়েল রানা বলেন, বৃহস্পতিবারের মধ্যে অধ্যাদেশ জারি না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। তিনি জানান, তাদের সঙ্গে যোগ দিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে আসছেন।

ছবি: সিটিজেন জার্নাল
ছবি: সিটিজেন জার্নাল

এদিকে বেলা সোয়া ১২টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীর আমতলী মোড় অবরোধ করেন। বেলা ১টার ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় আটকে অবস্থান নেন।

দিকে দুপুরের ব্যস্ত সময়ে রাজধানীর এই তিনটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের ফলে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এসএ/