সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধে দুর্ভোগে নগরবাসী
সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধে দুর্ভোগে নগরবাসী


রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেলের আঘাতে বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত দুজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আমাদের একটাই দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। আর কোনো সময় দিতে চাই না।

রাজধানীর তিন স্থানে অবরোধের ডাক দিয়ে সড়ক ছেড়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সায়েন্স ল্যাবরেটরি, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড়ে তারা এ কর্মসূচি ডেকেছেন।

তাঁতিবাজার ব্লকেডে নেতৃত্ব দিচ্ছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ দ্রুত জারির এক দফা দাবিতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
