শিরোনাম

বিপিএলে ব্যাটে দেশিদের দাপট, সেরা পাঁচে যারা

নিজস্ব প্রতিবেদক
বিপিএলে ব্যাটে দেশিদের দাপট, সেরা পাঁচে যারা
বাম থেকে পারভেজ হোসেন ইমন, ডেভিড মালান এবং তাওহিদ হৃদয়। ছবি: সংগৃহীত

রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা জয়ের মাধ্যমে পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের। এবারের আসরে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন দেশীয় ক্রিকেটাররা। সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় চারজনই বাংলাদেশি। বিদেশিদের মধ্যে জায়গা পেয়েছেন মাত্র একজন। আসরে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডার থেকে শুরু করে ওপেনিং দুই অবস্থানেই সর্বোচ্চ রান সংগ্রকারী তিনি।

গত আসরে একাধিক ব্যাটসম্যান ৪০০-৫০০ রানের গণ্ডি পেরোলেও এবার কেউই ৪০০ রান স্পর্শ করতে পারেননি। তবে তিনশ বা তার বেশি রান করেছেন পাঁচজন ব্যাটসম্যান। নিচে এবারের বিপিএলের সেরা পাঁচজন রান সংগ্রাহকের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো—

পারভেজ হোসেন ইমন (সিলেট টাইটান্স)

সিলেট টাইটান্সের এই ব্যাটারের বিপিএল শুরু হয় মিডল অর্ডার দিয়ে। তবে ভালো পারফর্মেন্স দেখিয়ে ওপেনিংয়ে নেমে ধারাবাহিক রান করেছেন ইমন। রাজশাহী, নোয়াখালী ও রংপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রান করে আসরের সেরা ব্যাটসম্যানের পুরস্কার জেতেন তিনি। ১২ ইনিংসে তার সংগ্রহ ৩৯৫ রান। গড় ৩৯.৫০ এবং স্ট্রাইক রেট ১৩২.৯৯।

তাওহিদ হৃদয় (রংপুর রাইডার্স)

শুরুর দিকে ব্যর্থ হলেও ওপেনিংয়ে ওঠার পর ভয়ংকর রূপ নেন তাওহিদ হৃদয়। রাজশাহীর বিপক্ষে অপরাজিত ৯৭ এবং নোয়াখালীর বিপক্ষে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ওপেনিংয়ে আসার পরই তার টুর্নামেন্টের চিত্র বদলে যায়। ১১ ইনিংসে তিনি সংগ্রহ করেন মোট ৩৮২ রান। যেখানে গড় ছিলো ৩৮.২০ এবং স্ট্রাইক রেট ১৩৭.৯০।

তানজিদ হাসান তামিম (রাজশাহী ওয়ারিয়র্স)

পুরো আসরে ওঠানামা থাকলেও ফাইনালে সেঞ্চুরি করে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তানজিদ হাসান তামিম। ৬২ বলে ১০০ রানের ইনিংস খেলেন ফাইনালে। এর মাধ্যমে বিপিএলে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। ১৩ ইনিংসে তামিমের সংগ্রহ ৩৫৬ রান। গড় ২৭.৩৮ রান এবং স্ট্রাইক রেট ১৩৬.৯০।

নাজমুল হোসেন শান্ত (রাজশাহী ওয়ারিয়র্স)

টুর্নামেন্টের শুরুতেই সেঞ্চুরি করে আলোচনায় আসেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস তার আসরের সেরা পারফরম্যান্স। ধারাবাহিক না হলেও গুরুত্বপূর্ণ সময়ে দলকে এগিয়ে নেন তিনি। ১৩ ইনিংসে শান্তর সংগ্রহ ৩৫৫ রান। যেখানে গড় ছিলো ২৯.৯৮ এবং স্ট্রাইক রেট ১৩৫.৪৯।

ডেভিড মালান (রংপুর রাইডার্স)

রংপুরের বিদেশি শক্তির অন্যতম ভরসা ছিলেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান। শুরুতে ধারাবাহিক ফিফটি ও কার্যকর ইনিংস খেললেও টুর্নামেন্টের শেষ দিকে ছন্দ হারান। ৯ ইনিংসে তার সংগ্রহ ৩০০ রান। তবে গড়ের দিক থেকে তিনি শান্ত-তামিমের চেয়ে অনেকটাই এগিয়ে। তার গড় ৩৭.৫০ এবং স্ট্রাইক রেট ১১২.৩৫।

/জেএইচ/