রংপুরের টানা তৃতীয় হার, সিলেটের পঞ্চম জয়
রংপুরের টানা তৃতীয় হার, সিলেটের পঞ্চম জয়
সোমবার (১২ জানুয়ারি) বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানস ৬ উইকেটে হারিয়েছে রংপুরকে। টানা তিন ম্যাচে জয়হীন রইলো নুরুল হাসান সোহানের দল।


আগে ব্যাট করে খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রান তোলে রংপুর। জবাব দিতে নেমে ১০০’র আগে ৬ উইকেট হারায় সিলেটও। জয়ের জন্য শেষ ওভারে সিলেটের দরকার হয় ৯ রান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে রংপুর রাইডার্সের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। পরে ২ বলে যখন ১ রান দরকার, তখন ওয়াইড করেন মেহেদি হাসান রানা। তাতে ২ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে রংপুর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুরুটা ভালো করলেও পরে ছন্দপতন হয় রংপুর রাইডার্সের। টানা চার ম্যাচ হারে তারা। চার ম্যাচ পর শনিবার জয়ে ফিরেছে লিটন দাসের দল। রংপুর রাইডার্স ১১ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে।

আমার কাছে মনে হয় না খুব একটা চ্যালেঞ্জিং। আপনি যদি দেখেন এই মুহূর্তে একটা ম্যাচ জিতলেও আমরা সুপার ফোরে (প্লে অফ) কোয়ালিফাই করব।
সোমবার (১২ জানুয়ারি) বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানস ৬ উইকেটে হারিয়েছে রংপুরকে। টানা তিন ম্যাচে জয়হীন রইলো নুরুল হাসান সোহানের দল।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় রাজশাহী। দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন শান্ত-ওয়াসিম। শান্ত ৬ চার ও ৪ ছক্কায় ৪২ বলে ৭৬ রান করে ফিরলে জুটি ভাঙে।

শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম বলেই ফর্মে থাকা খুশদিল শাহকে (১৬ বলে ২৪) ফেরান হাসান। মাঝে একটি চার হজম করলেও, আরও দুই উইকেট তুলে নিয়ে ৯ রানের জয় নিশ্চিত করেন নোয়াখালীর পেসার হাসান।

সোমবার (৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর রাইডার্স ৫ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালসকে। এই জয়ে চট্টগ্রামকে টপকে শীর্ষে উঠেছে রংপুর।

মাহমুদউল্লাহর ফিফটিতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৫ উইকেটে ১৫৫ রান করে রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে ঢাকার হয়ে ফিফটি করেন মোহাম্মদ মিঠুন। ইনিংসের শেষ ওভারে ম্যাচ জিততে ঢাকার দরকার ছিল ১০ রান। তবে চার রানের বেশি নিতে পারেনি ঢাকা।

মাহমুদউল্লাহ ১৬ বলে ৩৪ রানে অপরাজি থাকেন। তার ইনিংসে ছিল ৫ চার ও ১ ছক্কা। মাহমুদউল্লাহকে সঙ্গ দেন ১১ বলে ১৯ করা খুশদিল শাহ। পঞ্চম উইকেটে ২৪ বলে ৫০ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ ও খুশদিল।

রংপুর রাইডার্সের বিপক্ষে মোস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফদের দারুণ বোলিংয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় সাগরপাড়ের দলটি। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর ম্যাচ জিতেছে ৭ উইকেটে, ৩০ বল হাতে রেখে।
