শিরোনাম

শান্ত-ওয়াসিমে রংপুরকে হারালো রাজশাহী

নিজস্ব প্রতিবেদক
শান্ত-ওয়াসিমে রংপুরকে হারালো রাজশাহী
রাজশাহী পেয়েছে আসরে নিজেদের পঞ্চম জয় (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (১১ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে রংপুর রাইডার্স তোলে ৪ উইকেটে ১৭৮ রান। জবাব দিতে নেমে মোহাম্মদ ওয়াসিম ও নাজমুল হোসেন শান্তর ১৪২ রানের জুটিতে ভর করে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

রাজশাহী ম্যাচ জিতেছে ৭ উইকেটে, ৫ বল বাকি থাকতে। ৭ ম্যাচে রাজশাহীর পয়েন্ট হলো ১০, সমান ম্যাচে রংপুরের পয়েন্ট ৮।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় রাজশাহী। দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন শান্ত-ওয়াসিম। শান্ত ৬ চার ও ৪ ছক্কায় ৪২ বলে ৭৬ রান করে ফিরলে জুটি ভাঙে। শান্ত ফেরার দুই বলের মধ্যে আউট হন জিমি নিশামও (১)।

তাতে শেষ ১২ বলে দরকার হয় ১১ রানের। তবে ওয়াসিম আর রায়ান বার্ল রাজশাহীর জয় নিশ্চিত করেন। ওয়াসিম ৭ চার ও ৪ ছক্কায় ৫৯ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন। রায়ান বার্ল ৫ বলে করেন অপরাজিত ৭ রান।

তার আগে রংপুর লড়াইয়ের পুঁজি পায় তাওহীদ হৃদয়ের ৫৬ বলে অপরাজিত ৯৭ এবং খুশদিল শাহর ২৯ বলে ৪৪ রানে ভর করে। হৃদয় এদিন ওপেনিংয়ে খেলেন। তার ইনিংসে ছিল ৮ চার ও ৬ ছক্কা। খুশদিলের ইনিংসে ছিল ৪ চার ও ৩ ছক্কা। রংপুরের ইনিংসে এই দুইজন বাদে দুই অঙ্কের ঘরে রান করেছেন শুধু লিটন দাস।

ম্যাচসেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

/টিই/