শিরোনাম

অবশেষে দল পেলেন মুনিম শাহরিয়ার

স্পোর্টস ডেস্ক
অবশেষে দল পেলেন মুনিম শাহরিয়ার
মুনিম শাহরিয়ার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়েই উত্থান মুনিম শাহরিয়ারের। বিপিএলে দারুণ পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলেও ডাক পেয়েছিলেন। তবে এবার বিপিএলের নিলামেও উপেক্ষিত ছিলেন মুনিম।

বিপিএলের দ্বাদশ আসর শুরুর সপ্তাহ খানেক পর দল পেলেন মুনিম। সরাসরি চুক্তিতে মুনিমকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। এখন পর্যন্ত বিপিএলে ৩ দলের হয়ে ১৪ ম্যাচ খেলেছেন মুনিম। যেখানে দুই ফিফটিতে ২৭০ রান করেছেন তিনি।

সব মিলিয়ে মুনিম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৪টি। তার সংগ্রহ ৬৬২ রান। স্ট্রাইকরেট প্রায় ১২৭।

মুনিম ছাড়াও পেসার আবু জায়েদ রাহীকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। নোয়াখালী হ্যাটট্রিক পরাজয়ে আছে বিপিএলের পয়েন্ট টেবিলের তলানীতে।

/টিই/