নাসিরের ক্যারিয়ারসেরা ইনিংসে ঢাকা হারালো নোয়াখালীকে
নাসিরের ক্যারিয়ারসেরা ইনিংসে ঢাকা হারালো নোয়াখালীকে
১৬ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৫৭তম ম্যাচে এসে প্রথমবার ৯০ ছুলন নাসির। জাতীয় দলের বাইরে থাকা নাসিরের এই সংস্করণে আগের সর্বোচ্চ ছিল ৮০। ২০১৩ সালের বিপিএলে রংপুরে রাইডার্সের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে নাসিরের এটি দশম ফিফটি।














