শিরোনাম

মঈনের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকাকে হারালো সিলেট

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
মঈনের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকাকে হারালো সিলেট
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হন মঈন আলী। ছবি: সংগৃহীত

জয়ের জন্য শেষ ৬ বলে ৩১ রান প্রয়োজন ছিল ঢাকা ক্যাপিটালসের। সমীকরণটা কঠিন। সিলেট টাইটানসের রুয়েল মিয়ার করা ওভারটিতে ১০ রান নিতে পেরেছেন সাব্বির রহমান। তাতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ২০ রানে বিপিএলে এবারের আসরে নিজেদের চতুর্থ জয় পেয়েছে সিলেট টাইটানস।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৮১ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে ঢাকা। উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলেন আব্দুল্লাহ আল মামুন ও রহমানউল্লাহ গুরবাজ। ব্যক্তিগত ২৪ রানে মামুন আউট হলে ম্যাচের মোড় ঘুরে। দ্রুত আরও দুই উইকেট পতনে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৬৭ রান। সেখান থেকে সাইফ হাসানের সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে ধাক্কাটা সামলান গুরবাজ। তবে এবারের বিপিএলে প্রথম ফিফটি পেয়ে ৫১ রানে গুরবাজ আউট হলে ভাঙে তাদের জুটি। এ সময় গুরবাজের উইকেটসহ এ সময় ৯ রানের মধ্যে ৩ উইকেট হারায় ঢাকা। শেষ দিকে সাব্বির রহমানের অপরাজিত ২৫ রানের ইনিংসে হারের ব্যবধান কমেছে।

সিলেটের হয়ে ২৫ রানে সালমান ইরশাদ। বল হাতে ২ উইকেট নেওয়ার আগে ব্যাটিংয়ে ঝড় তোলেন মঈন আলী। তার ৩৫০.০০ স্ট্রাইকরেটে ২৮ রানের ইনিংসে ৬ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় সিলেট। মঈনের ইনিংসে ছিল ৩ ছক্কা ও ২ চার। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার।

এবারের বিপিএলে ৮ ম্যাচে এটি চতুর্থ জয় সিলেটের। ৮ পয়েন্টে তারা আছে পয়েন্ট টেবিলের তিনে। ঢাকা ক্যাপিটালসের ৬ ম্যাচে চতুর্থ হার এটি। ৪ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের পাঁচে। শীর্ষে থাকা চট্টগ্রাম রয়্যালস, দুইয়ে থাকা রংপুর রাইডার্স, চারে থাকা রাজশাহী ওয়ারিয়র্সের পয়েন্টও ৮ করে। ৬ ম্যাচ খেলে সবগুলো হারা নোয়াখালী এক্সপ্রেস আছে সবার শেষে।

/টিই/