
বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুরুটা ভালো করলেও পরে ছন্দপতন হয় রংপুর রাইডার্সের। টানা চার ম্যাচ হারে তারা। চার ম্যাচ পর শনিবার জয়ে ফিরেছে লিটন দাসের দল। রংপুর রাইডার্স ১১ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে।

বল হাতে ২ উইকেট নেওয়ার আগে ব্যাটিংয়ে ঝড় তোলেন মঈন আলী। তার ৩৫০.০০ স্ট্রাইকরেটে ২৮ রানের ইনিংসে ৬ উইকেটে ১৮০ রানের সংগ্রহ পায় সিলেট।

১৬ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৫৭তম ম্যাচে এসে প্রথমবার ৯০ ছুলন নাসির। জাতীয় দলের বাইরে থাকা নাসিরের এই সংস্করণে আগের সর্বোচ্চ ছিল ৮০। ২০১৩ সালের বিপিএলে রংপুরে রাইডার্সের হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে নাসিরের এটি দশম ফিফটি।

মাহমুদউল্লাহর ফিফটিতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৫ উইকেটে ১৫৫ রান করে রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে ঢাকার হয়ে ফিফটি করেন মোহাম্মদ মিঠুন। ইনিংসের শেষ ওভারে ম্যাচ জিততে ঢাকার দরকার ছিল ১০ রান। তবে চার রানের বেশি নিতে পারেনি ঢাকা।