শিরোনাম

শেষ বলে ওকসের ছক্কায় কোয়ালিফায়ারে সিলেট, রংপুরের বিদায়

নিজস্ব প্রতিবেদক
শেষ বলে ওকসের ছক্কায় কোয়ালিফায়ারে সিলেট, রংপুরের বিদায়
ইনিংসের শেষ বলে ওকসের ছক্কায় ম্যাচ জিতেছে সিলেট টাইটানস (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারের আসরে প্লে-অফ পর্বের প্রথম ম্যাচ লো স্কোরিং হলেও খেলা গড়ালো ইনিংসের শেষ বল পর্যন্ত। শেষ বলে ছক্কা হাঁকিয়ে রংপুর রাইডার্সকে বিদায় করে সিলেট টাইটানসের কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস।

আগে ব্যাট করে খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রান তোলে রংপুর। জবাব দিতে নেমে ১০০’র আগে ৬ উইকেট হারায় সিলেটও। জয়ের জন্য শেষ ওভারে সিলেটের দরকার হয় ৯ রান। প্রথম বলে মঈন আলী দুই রান নেন। পরের দুই বল ডট হয়, ওভারের চতুর্থ বলে আউট হন মঈন। তাতে জমে ওঠে ম্যাচ।

২ বলে দরকার ৭ রানের। খালেদ আহমেদ এক রান নিয়ে স্ট্রাইক দেন ক্রিস ওকসকে। ফাহিম আশরাফের করা অফ স্টাম্পের বাইরের বলটি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ওকস।

শেষ বলে ৬ রানের সমীকরণে ছক্কা মেরে দলকে জেতানোর ঘটনা বিপিএলের ইতিহাসে এটাই প্রথম। ওকস এই কীর্তি গড়লেন বিপিএলে নিজের প্রথম ম্যাচেই। বল হাতে ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট ওকস। এরপর ব্যাট হাতে ৪ বলে অপরাজিত ১০ রান করে জয় নিশ্চিত করেন। তাই বলতে হবে ওকস ম্যাজিকে কোয়ালিফায়ারে সিলেট।

/টিই/