শিরোনাম

ঢাকাকে হারিয়ে রংপুরের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক
ঢাকাকে হারিয়ে রংপুরের টানা দ্বিতীয় জয়
ঢাকাকে হারিয়েছে রংপুর। ছবি: বিসিবি

মাহমুদউল্লাহর ফিফটিতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৫ উইকেটে ১৫৫ রান করে রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে ঢাকার হয়ে ফিফটি করেন মোহাম্মদ মিঠুন। ইনিংসের শেষ ওভারে ম্যাচ জিততে ঢাকার দরকার ছিল ১০ রান। তবে চার রানের বেশি নিতে পারেনি ঢাকা। রংপুর ম্যাচ জিতেছে ৫ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ঢাকা। দলীয় ৫৪ রানে রহমানউল্লাহ গুরবাজ (৩১) ফিরলে জুটি ভাঙে। আব্দুল্লাহ মামুনও (২০) দ্রুতই ফেরেন। তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন সাইফ ও মিঠুন। সাইফ ৫ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩১ রান করে ফিরলে জুটি ভাঙে।

মিঠুন (৫৬*) ও সাব্বির রহমান (১২*) শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। শেষ ওভারে রংপুরকে ম্যাচ জেতান মোস্তাফিজুর রহমান। ২৩ রানে ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

তার আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩০ রানে ৩ উইকেট হারায় রংপুর রাইডার্স। পরে মাহমুদউল্লাহর ৫১, ডাভিড মালানের ৩৩ ও খুশদিল শাহর অপরাজিত ৩৮ রানে লড়াইয়ের পুঁজি পায় রংপুর।

এ নিয়ে টানা দুই ম্যাচ এবং সব মিলিয়ে টানা তিন ম্যাচ জিতলো রংপুর।

/টিই/