শিরোনাম

নোয়াখালীকে হারিয়ে জয়ে ফিরলো সিলেট

স্পোর্টস ডেস্ক
নোয়াখালীকে হারিয়ে জয়ে ফিরলো সিলেট
নোয়াখালীকে হারিয়েছে সিলেট। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারই প্রথম অংশ নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলে এখনো জয় অধরাই রইলো ফ্রাঞ্চাইজিটির। হায়দার আলী নেতৃত্বাধীন দল হারলো টানা চতুর্থ ম্যাচে। নোয়াখালীকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে সিলেট টাইটান্স।

আগে ব্যাট করতে নেমে মাত্র ৬১ রানে অলআউট হয় নোয়াখালী। জবাবে ৬৮ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সিলেট।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট। ৫ বল খেলে মাত্র ১ রান করে আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন তৌফিক খান ও জাকির হাসান। জাকির আউট হন ৩২ রানে। আফিফ হোসেন করেন মাত্র ২ রান। আর জাকির হাসান ফিরেছেন ২৪ রান করে।

পঞ্চম উইকেটে আজমতউল্লাহ ওমরজাই ও মঈন আলী মিলে জয় নিশ্চিত করেন। ১ রানে মঈন ও ০ রানে ওমরজাই অপরাজিত থাকেন।

তার আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নাসুম আহমেদের ঘূর্ণিই সামলাতে পারেননি নোয়াখালীর ব্যাটাররা। ৪ ওভার বল করে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন নাসুম। এটাই তার বিপিএলের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। সেই সঙ্গে বিপিএলে যেকোনো স্পিনারের সেরা বোলিংও এটি। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেন ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া ১৮ রান করেন ওপেনার হাবিবুর রহমান সোহান। আর কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।

/টিই/