শিরোনাম

সোম-মঙ্গলবার জবাব দিতে পারে আইসিসি: বুলবুল

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
সোম-মঙ্গলবার জবাব দিতে পারে আইসিসি: বুলবুল
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (ছবি: সংগৃহীত)

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার বিষয়ে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি)। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আসিসিকে অনুরোধ করে দ্বিতীয়বার চিঠি পাঠিয়েছে বিসিবি। সোম-মঙ্গলবার আইসিসির জবাব আশা করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শনিবার (১০ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুলবুল বলেছেন, ‘আজকে কালকে (শনি, রবি) তো দুবাই বন্ধ (সাপ্তাহিক ছুটি)। সোম-মঙ্গলবারের দিকে হয়তো...আমি জানি না...তাদের উপরে নির্ভর করছে।'

বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলতে ভারতে না যাবার অগ্রগতি প্রসঙ্গে বুলবুল বলেন, ‘আইসিসি জানতে চেয়েছে আমাদের কাছে যে, কেমন নিরাপত্তাজনিত উদ্বেগ আছে। সেটা আমরা গত বুধবার দিন পাঠিয়েছি, তারপর কোন আপডেট পাইনি। (ভারতে যাবে কি না) এখনো জানি না, (এখনো কোন সিদ্ধান্ত আসেনি)। ইমেইলের জবাবে আমরা এখনো কোন রেসপন্স পাইনি। যতগুলো লিঙ্ক দরকার বা অ্যাটাচমেন্ট (আইসিসিকে বোঝাতে), যতগুলো ইনফরমেশন দেয়া দরকার সব আমরা দিয়েছি। আমরা ওয়েট করছি...আইসিসি আমাদেরকে কি জানায়।’

কলকাতা ও মুম্বাই এর বদলে চেন্নাই বা হায়দ্রাবাদের মত অন্য কোন রাজ্যে খেলা হলে বাংলাদেশ যাবে কি না এমন প্রশ্নের উত্তরে বুলবুল বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতই। ভেন্যু বলে তো কোন কথা নাই। যেহেতু আপনারা জানেন যে এই বিশ্বকাপের বিষয়ে আমরা একক সিদ্ধান্ত নিচ্ছি না...গভর্নমেন্ট অর্ডার...গভর্নমেন্টের সঙ্গে আলাদা করেই সিদ্ধান্ত নেবো। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখনো সেখানেই আছি।’

এই নিয়ে কুটনৈতিক পর্যায়ে কোন আলোচনাও হয়নি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

/টিই/