ব্রেকিং
দিবা-রাত্রির টেস্টে লাবুশেনের ইতিহাস
৭৮ বলে ৬৫ রান করেন লাবুশেন। ছবি: ক্রিকইনফো

ইতিহাস গড়লেন অজি তারকা ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। আজ শুক্রবার দ্বিতীয় অ্যাশেজ টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিপক্ষে লাবুশেন দিবা-রাত্রির টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন।

দিবা-রাত্রির টেস্টে ১ হাজার রানের মাইলফলক পূর্ণ করতে লাবুশেন খেলেছেন ১৬ ইনিংস, অবিশ্বাস্য ব্যাটিং গড়ে (৬৬)।

লাবুশেন আজ ৭৮ বলে ৬৫ রান করে বেন স্টোকসের শিকার হন। তার আগে নাম লেখান রেকর্ডে। গোলাপি বলের টেস্টে সর্বাধিক রান সংগ্রহে তার পরে আছেন যথাক্রমে স্টিভেন স্মিথ (২৫ ইনিংসে ৮২৭*), ডেভিড ওয়ার্নার (১৭ ইনিংসে ৭৫২) এবং ট্রাভিস হেড (১৬ ইনিংসে ৭৫২* রান)।