গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য ড্র ওয়েস্ট ইন্ডিজের

গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য ড্র ওয়েস্ট ইন্ডিজের
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের দেওয়া ৫৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ করে ৪ উইকেটে ২১২ রান। ফলে আজ শনিবার টেস্টের শেষ দিনে জয়ের জন্য ৩১৯ রান দরকার ছিল ক্যারিবিয়ানদের, হাতে ছিল ৬ উইকেট। তবে জাস্টিন গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৫৭ রান করে টেস্ট ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তোলার রেকর্ড। সর্বোচ্চ রান ইংল্যান্ডের, ১৯৩৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৫৪ রান করেছিল ইংলিশরা। তবে সেটা ছিল টাইমলেস টেস্ট।
রান তাড়া করতে গিয়ে ৭২ রানেই ৪ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ও জাস্টিন গ্রিভসের ১৯৬ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেয় ক্যারিবিয়ানরা। হোপ ব্যক্তিগত ১৪০ রানে হোপ আউট হওয়ার পর অনেকে ভেবেছিলেন ওয়েস্ট ইন্ডিজের হার হয়তো সময়ের ব্যপার। দলীয় ২৭৭ রানে ফেরেন কেভিন ইমালচও। তবে এরপর যা হয়েছে, তা অবিশ্বাস্যই!
পেসার কেমার রোচকে সঙ্গে নিয়ে গ্রিভস ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন, দুজনে মিলে খেলেছেন ৪১০ বল! টেস্টের চতুর্থ ইনিংসে সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রান তোলার রেকর্ড এখন গ্রিভস ও রোচের। এর আগে ১৯৯০ সালের ১৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন শচীন ও মনোজ।
১২তম টেস্ট খেলতে নামা গ্রিভস অপরাজিত থাকেন ২০২ রানে। ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি পেয়েছেন গ্রিভস, সব মিলিয়ে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি করা সপ্তম ক্রিকেটার তিনি। রোচ খেললেন ২৩৩ বল, রান করেছেন অপরাজিত ৬০।
ম্যাচসেরা হন গ্রিভস। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ১০ ডিসেম্বর ওয়েলিংটনে।

ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের দেওয়া ৫৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ করে ৪ উইকেটে ২১২ রান। ফলে আজ শনিবার টেস্টের শেষ দিনে জয়ের জন্য ৩১৯ রান দরকার ছিল ক্যারিবিয়ানদের, হাতে ছিল ৬ উইকেট। তবে জাস্টিন গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৫৭ রান করে টেস্ট ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তোলার রেকর্ড। সর্বোচ্চ রান ইংল্যান্ডের, ১৯৩৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৫৪ রান করেছিল ইংলিশরা। তবে সেটা ছিল টাইমলেস টেস্ট।
রান তাড়া করতে গিয়ে ৭২ রানেই ৪ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ও জাস্টিন গ্রিভসের ১৯৬ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেয় ক্যারিবিয়ানরা। হোপ ব্যক্তিগত ১৪০ রানে হোপ আউট হওয়ার পর অনেকে ভেবেছিলেন ওয়েস্ট ইন্ডিজের হার হয়তো সময়ের ব্যপার। দলীয় ২৭৭ রানে ফেরেন কেভিন ইমালচও। তবে এরপর যা হয়েছে, তা অবিশ্বাস্যই!
পেসার কেমার রোচকে সঙ্গে নিয়ে গ্রিভস ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন, দুজনে মিলে খেলেছেন ৪১০ বল! টেস্টের চতুর্থ ইনিংসে সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রান তোলার রেকর্ড এখন গ্রিভস ও রোচের। এর আগে ১৯৯০ সালের ১৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন শচীন ও মনোজ।
১২তম টেস্ট খেলতে নামা গ্রিভস অপরাজিত থাকেন ২০২ রানে। ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি পেয়েছেন গ্রিভস, সব মিলিয়ে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি করা সপ্তম ক্রিকেটার তিনি। রোচ খেললেন ২৩৩ বল, রান করেছেন অপরাজিত ৬০।
ম্যাচসেরা হন গ্রিভস। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ১০ ডিসেম্বর ওয়েলিংটনে।

গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য ড্র ওয়েস্ট ইন্ডিজের
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের দেওয়া ৫৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ করে ৪ উইকেটে ২১২ রান। ফলে আজ শনিবার টেস্টের শেষ দিনে জয়ের জন্য ৩১৯ রান দরকার ছিল ক্যারিবিয়ানদের, হাতে ছিল ৬ উইকেট। তবে জাস্টিন গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৫৭ রান করে টেস্ট ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তোলার রেকর্ড। সর্বোচ্চ রান ইংল্যান্ডের, ১৯৩৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৫৪ রান করেছিল ইংলিশরা। তবে সেটা ছিল টাইমলেস টেস্ট।
রান তাড়া করতে গিয়ে ৭২ রানেই ৪ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ও জাস্টিন গ্রিভসের ১৯৬ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেয় ক্যারিবিয়ানরা। হোপ ব্যক্তিগত ১৪০ রানে হোপ আউট হওয়ার পর অনেকে ভেবেছিলেন ওয়েস্ট ইন্ডিজের হার হয়তো সময়ের ব্যপার। দলীয় ২৭৭ রানে ফেরেন কেভিন ইমালচও। তবে এরপর যা হয়েছে, তা অবিশ্বাস্যই!
পেসার কেমার রোচকে সঙ্গে নিয়ে গ্রিভস ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন, দুজনে মিলে খেলেছেন ৪১০ বল! টেস্টের চতুর্থ ইনিংসে সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রান তোলার রেকর্ড এখন গ্রিভস ও রোচের। এর আগে ১৯৯০ সালের ১৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন শচীন ও মনোজ।
১২তম টেস্ট খেলতে নামা গ্রিভস অপরাজিত থাকেন ২০২ রানে। ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি পেয়েছেন গ্রিভস, সব মিলিয়ে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি করা সপ্তম ক্রিকেটার তিনি। রোচ খেললেন ২৩৩ বল, রান করেছেন অপরাজিত ৬০।
ম্যাচসেরা হন গ্রিভস। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ১০ ডিসেম্বর ওয়েলিংটনে।