শিরোনাম

উইজডেনের বর্ষসেরা একাদশে মোস্তাফিজ, বোলিং গড়ে সেরা

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
উইজডেনের বর্ষসেরা একাদশে মোস্তাফিজ, বোলিং গড়ে সেরা
মোস্তাফিজুর রহমান (ছবি: সংগৃহীত)

২০২৫ সালের পারফরম্যান্স বিবেচনায় পুরুষদের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত ‘উইজডেন’। বছরজুড়ে আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা খেলোয়াড়দের বিশ্লেষণ করে সাজানো এই একাদশে একমাত্র বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। শুধু একাদশে থাকাই নয়, পরিসংখ্যানের বিচারে ২০২৫ সালে বিশ্বের বাঘা বাঘা বোলারদেরও ছাড়িয়ে গেছেন তিনি।

উইজডেনের সম্পাদকীয় প্যানেল জানিয়েছে, ২০২৫ সালে অন্তত ১৫০ ওভার বোলিং করা ক্রিকেটারদের মধ্যে মোস্তাফিজের বোলিং গড় (১৮.০৩) সবচেয়ে সেরা।

পুরো বছরে ফিজ মোট ৫৯টি উইকেট শিকার করেছেন, যেখানে তার ইকোনমি রেট মাত্র ৬.৭৮। পেসারদের মধ্যে ২০২৫ সালে মোস্তাফিজের চেয়ে মিতব্যয়ী বোলিং আর কেউ করেনি। উইকেট শিকারের দৌড়ে জেসন হোল্ডারের (৯৭ উইকেট) পর পেসারদের মধ্যে মোস্তাফিজ ছিলেন অন্যতম সেরা।

২০২৫ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি খেলেছেন বিপিএলের ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সে। এছাড়া আইপিএলে দিল্লি ক্যাপিটালস এবং আইএলটি-২০ তে দুবাই ক্যাপিটালসের হয়েও মাঠ মাতিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২৬ আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স কিনেছিল মোস্তাফিজকে। তবে পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ফিজকে বাদ দেওয়া হয়। আর কারণ হিসেবে দেখানো হয় নিরাপত্তার বিষয়টি।

বাঁ-হাতি পেসার মোস্তাফিজ ছাড়া উইজডেনের এই একাদশে ওপেনার হিসেবে আছেন ভারতের অভিষেক শর্মা (১,৬০২ রান) এবং ইংল্যান্ডের ফিল সল্ট।

মিডল অর্ডারে দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস ও ডোনোভান ফেরেরা। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের স্যাম কারান, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও সুনীল নারিন। এছাড়া অস্ট্রেলিয়ার হার্ডহিটার টিম ডেভিড, নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি এবং ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীও আছেন সেরা একাদশে।

/টিই/