ব্রেকিং
যে কারণে আরব আমিরাত গেলেন মুস্তাফিজ
মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তো বটেই, আইপিএল, পিএসএলসহ বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও মুস্তাফিজুর রহমানের জনপ্রিয়তা অনেক। এবার তার অভিষেক হচ্ছে আরেক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইএল টি-টোয়েন্টিতে খেলবেন মুস্তাফিজ।

আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজ দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন। বৃহস্পতিবার রাতে ফিজ আমিরাতের উদ্দেশে উড়াল দেন। বিমানে ওঠার পর একটি সেলফি তুলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন মুস্তাফিজ। বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার লিখেন, ‘২০২৫ আইএল টি-টোয়েন্টি লিগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিচ্ছি। দুবাই ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে তর সইছে না।’ অবশ্য এতক্ষণে তিনি পৌঁছেও গেছেন।

আইপিএল, পিএসএল, লঙ্কা প্রিমিয়ার লিগে মুস্তাফিজের খেলার অভিজ্ঞতা আছে।

দুবাই ক্যাপিটালসের হয়ে এ বছরের জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছিলেন সাকিব আল হাসান। এবারের আইএল টি-টোয়েন্টিতে সাকিবকে নিয়েছে এমআই এমিরেটস।