ব্রেকিং
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের দিন
৩৪ রানে ৫ উইকেট নেন জ্যাকব ডাফি। ছবি : ক্রিকইনফো

ক্রাইস্টচার্চে ধুঁকছেন ব্যাটাররা। কেইন উইলিয়ামসনের ফিফটিতে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৩১ রান। জবাব দিতে নেমে আজ বুধবার টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ১৬৭ রানে। ফলে প্রথম ইনিংসে ৬৪ রানের লিড পায় কিউইরা।

ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন ত্যাগনারায়ণ চন্দরপল ও শাই হোপ। ৫৬ করে হোপ নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফির বলে ক্যাচ দেন টম ল্যাথামকে। এই জুটি ভাঙার পর ডাফির দারুণ বোলিংয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

২৭ রানে শেষ ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ, যার শুরু হয় ত্যাগনারায়ণ চন্দরলের বিদায়ে। ক্যারিবিয়ান ওপেনার ১৬৯ বলে ৩ চারে ৫২ রান করেন। টেস্টে এটি তাঁর দ্বিতীয় ফিফটি। ডাফি ১৭.৪ ওভারে ৩৪ রান দিয়ে প্রথমবার টেস্ট ক্যারিয়ারে পাঁচ উইকেট নেন। তিনটি উইকেট নেন হেনরি।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে বিনা উইকেটে ৩২ রানে দিন শেষ করে। তাতে লিড বেড়ে হয় ৯৬ রান।