ব্রেকিং
চারদিনেই ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
জয়ের পর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের উল্লাস। ছবি: ক্রিকইনফো

ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনের শুরুতে উইকেটের দেখা নেই। সিরিজে প্রথমবারের মতো কোনো এক সেশনে উইকেট হারায়নি কোনো দল। দ্বিতীয় সেশনেও লড়াই করছেন বেন স্টোকস ও উইল জ্যাকস। সপ্তম উইকেট এই দুজনের জুটিতে ওঠে ৯৬ রান। তারা দুজনে মিলে খেলেছেন ২২০ বল। জুটি ভাঙতে বিশেষ কিছু করার প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। স্বাগতিকরা সেটি করেছে। মাইকেল নেসারের বলে স্লিপে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচে ৪১ রান করা জ্যাকসকে ফেরান স্টিভেন স্মিথ।

তখনো ছিলেন স্টোকস। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে তিনি কী করতে পারেন, সেটা সবারই জানা। তবে নেসারের করা বলে এবার ক্যাচ নিলেন ক্যারি। ৮ উইকেটে ২২৭ রান থেকে শেষ পর্যন্ত ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৪১ রানে। ইংল্যান্ডের শেষ উইকেটটিও নিয়েছেন নেসার। ঘরের মাঠে দলে এসে তিনি নিয়েছেন ৫ উইকেট।

ব্রিসবেন টেস্টে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার হয় ৬৫ রান। ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

সিরিজের দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে জয়ে ২-০ তে এগিয়ে গেল স্টিভেন স্মিথের দল।