শিরোনাম

৫ কোটি ৫৭ লাখ টাকায় বিক্রি হলো ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
৫ কোটি ৫৭ লাখ টাকায় বিক্রি হলো ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন
স্যার ডন ব্র্যাডম্যানের এই ক্যাপটি বিক্রি হয়েছে নিলামে (ছবি: সংগৃহীত)

সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে বিক্রি হয়েছে ৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ কোটি ৫৭ লাখ টাকা। সোমবার (২৬ জানুয়ারি) অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় শহর গোল্ড কোস্টে লয়েডস অকশনসের আয়োজিত নিলামে ক্যাপটি কিনেছেন এক অজ্ঞাতপরিচয় ক্রেতা।

১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ক্যাপটি পরেছিলেন ব্র্যাডম্যান। ঘরের মাঠে সেটিই ছিল তার শেষ টেস্ট সিরিজ। ১৯৪৮ সালে ইংল্যান্ড সফরে অবসর নেন ৯৯.৯৪ ব্যাটিং গড়ের মালিক ব্র্যাডম্যান।

ভারতের বিপক্ষে সিরিজ চলাকালে ব্র্যাডম্যান ক্যাপটি উপহার দেন ভারতীয় ক্রিকেটার এস ডব্লিউ সোহনিকে। ৭৫ বছর ধরে ক্যাপটি সোহনির পরিবারের কাছে সংরক্ষিত ছিল। সেই থেকে এটি জনসমক্ষে প্রদর্শন করা হয়নি। সোমবার নিলাম শুরুর আগে লয়েডস অকশনিয়ার্স অ্যান্ড ভ্যালুয়ার্সের প্রধান পরিচালন কর্মকর্তা লি হেমস ক্যাপটিকে ক্রিকেটের ‘হলি গ্রেইল’ বলে অভিহিত করেন। নিলামে তিনি বলেন, ‘সোহনির শেষ ইচ্ছা ছিল ক্যাপটি আবার অস্ট্রেলিয়ায় ফিরে আসুক।’

হেমস জানান, তিন প্রজন্ম ধরে ক্যাপটি তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছিল। পরিবারের সদস্যদেরও ১৬ বছর বয়সের আগে এটি দেখার অনুমতি ছিল না। অনুমতি দিলেও সেটি দেখতে সময় দেওয়া হতো মাত্র পাঁচ মিনিট।

লয়েডস অকশনসের এক মুখপাত্র জানান, ক্যাপটি এখন অস্ট্রেলিয়াতেই থাকবে এবং বিখ্যাত কোনো জাদুঘরে প্রদর্শন করা হবে। ক্যাপটির ভেতরে ‘ডি জি ব্র্যাডম্যান’ ও ‘এস ডব্লিউ সোহনি’ নাম লেখা আছে।

এর আগে ১৯২৮ সালে অভিষেক সিরিজের ব্র্যাডম্যানের প্রথম ব্যাগি গ্রিন ২০২০ সালে বিক্রি হয়েছিল ৪ লাখ ৫০ হাজার ডলারে। ১৯৪৮ সালে ক্যারিয়ারের শেষ সিরিজের ক্যাপটি ২০০৩ সালে বিক্রি হয় ৪ লাখ ২৫ হাজার ডলারে, ২০০৮ সালে যেটি আবার বিক্রি হয় ৪ লাখ ডলারে। ২০২৪ সালে তার আরেকটি বিবর্ণ হয়ে যাওয়া ব্যাগি গ্রিন বিক্রি হয় ৪ লাখ ৭৯ হাজার ৭০০ ডলারে।

/টিই/