শিরোনাম

আইসিসির আল্টিমেটামের খবরকে অসত্য বলল বিসিবি

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
আইসিসির আল্টিমেটামের খবরকে অসত্য বলল বিসিবি
বিসিবি, বিসিসিআই ও আইসিসি লোগো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, অথবা পয়েন্ট ছেড়ে দিতে হবে– এমন খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরং বাংলাদেশকে নিয়েই বিশ্বকাপ আয়োজন করতে চায় তারা এবং বিসিবির নিরাপত্তা শঙ্কার জায়গাগুলো আইসিসি জানতে চেয়েছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বিসিবি মঙ্গলবার (৬ জানুয়ারি) এক ভার্চুয়াল বৈঠকে বসেছিল। তবে আলোচনার পর সেখানে কী সিদ্ধান্ত এসেছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ক্রিকইনফোর প্রতিবেনে বলা হয়, ওই বৈঠকে বিসিবিকে আইসিসি স্পষ্টভাবে আরও জানিয়েছে, বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলকে ভারতে ভ্রমণ করতেই হবে। সেটা না হলে পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হবে।

বুধবার (৭ জানুয়ারি) বিসিবি পরিচালক আমজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, আইসিসি একটি ই-মেইল পাঠিয়েছে। তারা বলেছে, আমাদেরকে নিয়েই বিশ্বকাপ আয়োজন করতে চায়। বিশ্বকাপের নিরাপত্তা পরিকল্পনা তারা চূড়ান্ত করছে এবং বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার জায়গাগুলো জানতে চেয়েছে। আমরা আজ সেটির উত্তর দেব এবং আমাদের দুর্ভাবনার জায়গাগুলো জানাব। কোনো অনলাইন সভা হয়নি। যেসব খবর ছড়িয়েছে, তা সত্য নয়।

এদিকে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আশ্বস্ত করেছে যে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে, বোর্ডকে এই বিষয়ে ‘আলটিমেটাম’ দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই।

বিসিবির ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে, তা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাদের অবস্থানে অটল রয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিসিবি আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক উপায়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয়।

/এফসি/