ব্রেকিং
আইএল টি-টোয়েন্টি অভিষেকে মুস্তাফিজের দারুণ বোলিং
২৬ রানে ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ছবি: দুবাই ক্যাপিটালস

আইএল টি-টোয়েন্টিতে ব্যক্তিগত পারফরম্যান্সে মুস্তাফিজুর রহমান ছিলেন উজ্জ্বল। অভিষেক ম্যাচেই বল হাতে ৪ ওভারে ২৬ দিয়ে নিয়েছেন ২ উইকেট। ফিল্ডিংয়ে নিয়েছেন দুটি ক্যাচ। তবু হেরেছে তার দল দুবাই ক্যাপিটালস। গালফ জায়ান্টস ৪ উইকেটে হারিয়েছে দুবাই ক্যাপিটালসকে।

শনিবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে দুবাই ক্যাপিটালস করে ১৬০ রান। সেই রান তাড়া করতে নেমে গালফ জায়ান্টস জিতেছে ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে।

ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের করা প্রথম বলেই গালফ ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান মুস্তাফিজ। ওই ওভারে দেন ১১ রান। পাওয়ার প্লের শেষ ওভারে ফিজের বলে ক্যাচ তুলেছিলেন জেমস ভিন্স। কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেভিড উইলি ক্যাচ নিতে ব্যর্থ হলে বল বাউন্ডারি পেরিয়ে যায়। সেই ওভারে আসে ১০ রান। জীবন পাওয়া ভিন্সই পরে ফিফটি করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

১২তম ওভারে এসে মাত্র ২ রান দিয়ে মুস্তাফিজ তুলে নেন ফিফটি করা নিশাঙ্কার উইকেট। এরপর ইনিংসের ১৬তম ওভারে দেন মাত্র ৩ রান।