ব্রেকিং
বাংলাদেশের দুর্দান্ত সিরিজ জয়
রেকর্ডগড়া তামিমের ফিফটি, বাংলাদেশের সিরিজ জয়। ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। লিটন দাসের দলের জন্য শুরুটা ছিল হতাশাজনক। তবে পরের ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। ফলে শেষ ম্যাচটি রূপ নেয় সিরিজ নির্ধারণী লড়াইয়ে। আর সেই ম্যাচে ব্যাটে–বলে দাপট দেখিয়ে আইরিশদের পরাজিত করে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

এর আগে চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করে আয়ারল্যান্ড। আইরিশরা শুরুটা দারুণ করলেও পরবর্তীতে তাদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা।

শেষ পর্যন্ত আয়ারল্যান্ড ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট হয়। ফলে সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৮ রান। মুস্তাফিজ ও রিশাদ নেন ৩টি করে উইকেট।

পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান তোলে আইরিশরা। তবে এরপর রিশাদ হোসেন-মুস্তাফিজুর রহমানদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে রান রেট কমে আসে। ১৭তম ওভারে ১০০ ছোঁয় আয়ারল্যান্ড।

দুই ওপেনার পল স্টার্লিংয়ের ২৭ বলে ৩৮ এবং টিম টেক্টরের ১০ বলে ১৭ রানের পর তিন ব্যাটসম্যান এক অঙ্কের ঘরে রান করে ফেরেন। ষষ্ঠ উইকেটে ৩০ রানের ছোট জুটি গড়েন জর্জ ডকরেল (১৯) ও গ্যারেথ ডেলানি (১০)।

ইনিংসের ১৮তম ওভারে মুস্তাফিজুর রহমান জোড়া উইকেট নেন। ১৮তম ওভারে মোস্তাফিজের তৃতীয় বলটি ছিল কাটার। পিচে বল ভালোই ধরেছিল। মার্ক আদাইর মারতে গিয়ে বল ঠিকমতো ব্যাটে পাননি। ক্যাচ তোলেন আকাশে। তানজিদ ক্যাচটি নেন। ৯ বলে ৮ রানে আউট আদাইর। ওভারের শেষ বলে মোস্তাফিজকে মারতে গিয়ে একইভাবে আকাশে ক্যাচ তুলে আউট হন হামফ্রিস। ২ বলে ১ রানে আউট হলেন তিনি।

মুস্তাফিজ ৩ ওভারে ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। রিশাদ ৪ ওভারে ২১ রানে নেন ৩ উইকেট। এছাড়া ২টি উইকেট নেন শরীফুল ইসলাম।