শিরোনাম

সিডনি টেস্ট খেলে অবসরে যাবেন উসমান খাজা

স্পোর্টস ডেস্ক
সিডনি টেস্ট খেলে অবসরে যাবেন উসমান খাজা
অবসরের ঘোষণা দিয়েছেন উসমান খাজা। ছবি: সংগৃহীত

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আগামী রবিবার (৪ জানুয়ারি) শুরু হবে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট। এই ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খাজা। শুক্রবার (২ জানুয়ারি) এসসিজির সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেও ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশে খেলবেন খাজা। শেফিল্ড শিল্ডেও খেলতে চান কুইন্সল্যান্ডের হয়ে। ৩৯ বছর বয়সী খাজা অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম টেস্ট ক্রিকেটার। এখন পর্যন্ত ৮৭ টেস্টে ৪৩.৩৯ গড়ে ১৬ সেঞ্চুরিসহ ৬২০৬ রান করেছেন খাজা। অবসর ঘোষণার সময় খাজা গুরুতর এক অভিযোগ করেছেন। ১৫ বছরের এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে জানান।

২০১১ সালে রিকি পন্টিং চোট পাওয়ায় সিডনিতেই ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। চলতি অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষেই সিডনি টেস্টে খেলার সুযোগ পেলে চক্রপূরণের মাধ্যমে শেষ হবে খাজার আন্তর্জাতিক ক্যারিয়ার।

এবারের অ্যাশেজে ৩ ম্যাচে ৫ ইনিংসে ১৫৩ রান করা খাজার ফর্মটাও ভালো যাচ্ছে না। পাকিস্তানে জন্ম নেওয়া খাজা অবসর ঘোষণায় বলেন, ‘বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এই সিরিজের দিকে এগোতে এগোতে আমার মনে একটা ধারণা কাজ করছিল, এটাই হয়তো আমার শেষ সিরিজ। এ বিষয়ে আমি র‍্যাচেলের (খাজার স্ত্রী) সঙ্গে কথা বলেছি। একদমই সরে আসিনি; কারণ, জানতাম খেলা চালিয়ে যাওয়ার সুযোগ থাকতে পারে। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড শেষ পর্যন্ত সঠিক—কিছুদিন আগে যখন তাকে জানালাম, তিনি তখনো ভাবছিলেন ভারতের (২০২৭) বিপক্ষে খেলতে পারি।’

খাজা আরও বলেন, ‘এসসিজি—যে মাঠটিকে আমি ভালোবাসি, সেখানে একটু মর্যাদার সঙ্গে নিজের ইচ্ছায় বিদায় নিতে পারছি, সে জন্য আমি খুশি। তবে সিরিজের শুরুটা আমার জন্য বেশ কঠিন ছিল। এরপর (শুরুতে) অ্যাডিলেডে দলে জায়গা না পাওয়া আমার জন্য একটা ইঙ্গিত ছিল যে ঠিক আছে, এখন সরে দাঁড়ানোর সময়।’

বর্ণবাদী আচরণের শিকার হওয়া নিয়ে খাজা বলেন, ‘মিডিয়া এবং সাবেকরা আমাকে যেভাবে আক্রমণ করেছে, সেটা কয়েক দিন সহ্য করতে পারতাম। কিন্তু পাঁচ দিন ধরে চলল। আমার প্রস্তুতি নিয়ে সবাই যেভাবে আক্রমণ করেছে—দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়, শুধু নিজের কথাই ভাবে। গলফ খেলে। স্বার্থপর। কঠোর অনুশীলন করে না। আলসে। এগুলো সেই একই রকম বর্ণবাদী স্টেরিওটাইপ। অস্ট্রেলিয়া ক্রিকেট দলে এর আগে আমি কাউকে এমন আচরণের শিকার হতে দেখিনি।’

ক্রিকেট খেলার পাশাপাশি বিমানের পাইলট হওয়ারও যোগ্যতা অর্জন করা খাজা আরও বলেন, ‘আমি পাকিস্তান থেকে আসা একজন গর্বিত শ্যামবর্ণের মুসলিম, যাকে বলা হয়েছিল, কখনো অস্ট্রেলিয়া দলের হয়ে খেলতে পারবে না। কিন্তু এখন আমাকে দেখুন, ঠিক একই কাজ আপনিও করতে পারবেন।’ পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩–১ ব্যবধানে এগিয়ে।

/টিই/