ব্রেকিং
অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে ছিটকে গেলেন খাজা
ইনজুরিতে ছিটকে গেলেন খাজা।

স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে আগে থেকেই ছিল সংশয়। তবে ব্রিসবেন টেস্টের স্কোয়াডে ডাক পেলেও চোট ছিটকে দিল উসমান খাজাকে। পিঠের চোটের কারণে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না অজি এই ওপেনারের।

৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ব্রিসবেন টেস্টে খেলতে না পারলেও অ্যাশেজের পরের ম্যাচগুলোতে দেখা যেতে পারে খাজাকে। অস্ট্রেলিয়া ক্রিকেট (সিএ) জানিয়েছে, ‘খাজা দলের সঙ্গে থেকেই পুনর্বাসন চালিয়ে যাবেন। স্কোয়াডে কাউকে তার বদলি হিসেবে যোগ করা হয়নি।’

সোমবার নেট সেশনে প্রথমবারের মতো ব্যাটিং করেন খাজা। তবে মূল একাদশে জায়গা পাওয়ার মতো ফিট নন এই বাঁহাতি ওপেনার।

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রান করেই আউট হন উসমান খাজা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। দ্বিতীয় দিনে একটি ক্যাচ নিতে চেষ্টা করতে গিয়ে তার পিঠে স্প্যাজম তৈরি হয়। এদিকে ট্রাভিস হেড, ওপেনিংয়ে দারুণ খেলছেন। তাতে ৩৮ বছর বয়সী খাজার ফেরাটা কঠিন হয়ে যাচ্ছে।