শিরোনাম

৬ পেসার নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
৬ পেসার নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা
এইডেন মার্করামের নেতৃত্বে বিশ্বকাপে খেলবে দক্ষিণ আফ্রিকা। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপে ১৫ জনের দলে আছে ছয়জন পেসার। গত বিশ্বকাপের মতো এবারও দলটির নেতৃত্বে থাকছেন এইডেন মার্করাম।

স্কোয়াডের সাতজনই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন। পেসার মাফাকা ও বশের সঙ্গে প্রথম বিশ্বকাপ খেলবেন ব্যাটসম্যান ডেভাল্ড ব্রেভিস, টনি ডি জর্জি ও জেসন স্মিথ। অলরাউন্ডার হিসেবে আছেন জর্জ লিন্ডে ও ডনোভান ফেরেইরা।

ব্রেভিস ও ফেরেইরা দুজনই এখন টি–টোয়েন্টি ক্রিকেটে ছক্কামেশিন। এসএ টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচে ফেরেইরা করেছেন ১০ বলে ৩৩ রান। ব্রেভিস করেন ১৩ বলে ৩৬।

মার্করামের নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা দলের মাত্র সাতজন খেলোয়াড় এবার স্কোয়াডে জায়গা পেয়েছেন। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ওপেনার কুইন্টন ডি কক আছেন বিশ্বকাপ দলে।

বিশ্বকাপে ডি জর্জির সুযোগ পাওয়াটা কিছুটা চমকই বলা যায়। চোটের কারণে তিনি এখন বাইরে। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ও ওয়ানডেতে করা তাঁর তিনটি সেঞ্চুরির দুটিই এসেছে এশিয়ায়।

দক্ষিণ আফ্রিকা দল

এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, ডেভাল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডনোভান ফেরেইরা, টনি ডি জর্জি, জর্জ লিন্ডে, মার্কো ইয়ানসেন, করবিন বশ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, আনরিখ নর্কিয়া, কোয়েনা মাফাকা, জেসন স্মিথ।

/টিই/