শিরোনাম

কার্সের চশমায় বিভ্রাট, সিডনি টেস্টে এগিয়ে অস্ট্রেলিয়া

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
কার্সের চশমায় বিভ্রাট, সিডনি টেস্টে এগিয়ে অস্ট্রেলিয়া
অ্যাশেজে ১৩তম এবং ক্যারিয়ারে ৩৭তম সেঞ্চুরি করেন স্টিভ স্মিথ। ছবি: ক্রিকইনফো

অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে মঙ্গলবার (৬ জানুয়ারি) সিডনি টেস্টে মজার ঘটনা ঘটেছে। হঠাৎ ব্যাটিং থামিয়ে দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি জানান বোলার ব্রাইডন কার্সকে নিয়ে তার সমস্যা হচ্ছে! তখন মিড অনে ফিল্ডিং করছিলেন ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্স।

মূলত কার্সের সানগ্লাস সমস্যায় ফেলে দিয়েছিল স্মিথকে। সূর্যের আলো সানগ্লাসে প্রতিফলিত হয়ে স্মিথের ব্যাটিংয়ে সমস্যা তৈরি করছিল। স্টাম্প মাইকে শোনা যায় কার্সকে স্মিথ বলেন, ‘কার্সি, তুমি কি চশমাটা একটু ঘুরিয়ে পিছনে করে দিতে পারো?’ কার্সি একটুও সময় নষ্ট না করে সানগ্লাস ঘুরিয়ে মাথার পিছনে করে দেন। পরে খেলা শুরু হয়।

সিডনি টেস্টে মঙ্গলবার (৬ জানুয়ারি) তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৫১৮ রান। ১৩৪ রানের লিড নিয়েছে স্টিভ স্মিথের দল। ২৪ চার, ১ ছক্কায় ট্রভিস হেড ১৬৩ রান করে আউট হন। ২০৫ বল খেলে ১৫ চার আর ১ ছক্কায় স্মিথ ১২৯ রানে অপরাজিত। স্মিথের টেস্ট ক্যারিয়ারে এটি ৩৭তম সেঞ্চুরি। অ্যাশেজে এটি তার ১৩তম সেঞ্চুরি।

স্মিথের সঙ্গে ৪২ রানে অপরাজিত আছেন বিউ ওয়েবস্টার। অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি স্মিথ ও ওয়েবস্টারের। এছাড়া মার্নাস লাবুশেন ৪৮, ক্যামেরুন গ্রিন ৩৭ রানে আউট হন। তৃতীয় দিন শেষে ব্রাইডন কার্সের ঝুলিতে ৩ উইকেট। এছাড়া বেন স্টোকস এনন ২ উইকেট।

সিডনি টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয় ৩৮৪ রানে। জো রুট খেলেন ১৬০ রানের ইনিংস। এছাড়া ৮৪ করেন হ্যারি ব্রুক। মাইকেল নেসার ৬০ রানে নেন ৪ উইকেট।

/টিই/