শিরোনাম

ক্রিকেটারদের সঙ্গে বসছেন আসিফ নজরুল, সরকারকে চাপ দিতে চান না বুলবুল

নিজস্ব প্রতিবেদক
ক্রিকেটারদের সঙ্গে বসছেন আসিফ নজরুল, সরকারকে চাপ দিতে চান না বুলবুল
যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন। এ ইস্যুতে বিসিবি ও আইসিসি উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। আগেই ভারতের মাটিতে খেলতে না যাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো স্থানান্তরের দাবি জানালেও আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, ভারতের ভেন্যুতে না খেললে বাংলাদেশকে বাদ দিয়ে অন্য দল যুক্ত করা হবে। এমন পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশের হাতে সময় রয়েছে কেবল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পর্যন্ত।

এই প্রেক্ষাপটে আজ দুপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে একটি পাঁচ তারকা হোটেলে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৈঠকে ভারতের মাটিতে গিয়ে খেলা হবে কি না সে সিদ্ধান্তসহ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার রাতে বিসিবি সভাপতি ও আরও কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যানের কয়েক ঘণ্টা পরও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আশাবাদী। বাংলাদেশ এখনও বিশ্বকাপে অংশ নিতে পারবে বলে বিশ্বাস তার। তিনি আশা করছেন, আইসিসি তাদের অবস্থান পুনর্বিবেচনা করে ভারতের পরিবর্তে অন্য ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেবে।

এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘আমি আইসিসির কাছ থেকে কোনো অলৌকিক কিছুর প্রত্যাশা করছি। কে না চায় বিশ্বকাপে খেলতে? আইসিসির প্রেস বিজ্ঞপ্তির পর আমাদের পক্ষে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়। বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা ধরে চলেছে। ভোট শুরুর আগে আমরা আইসিসি বোর্ডের কাছে আমাদের সিদ্ধান্তের পেছনের কারণগুলো ব্যাখ্যা করেছি। আমরা ভোটাভুটিতে যেতে চাইনি, আমরা সরে দাঁড়িয়েছিলাম।’

বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার এমন মুহূর্তেও সরকারকে চাপ দিতে চান না বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। আমরা জানি ভারত আমাদের জন্য নিরাপদ নয়। আমরা শ্রীলঙ্কায় খেলার অবস্থানেই অনড় আছি। আমি জানি আইসিসি আমাদের মানা করে দিয়েছে, তবে আমরা সরকারের সাথে আরও একবার কথা বলবো। আমি সরকারের মতামত আইসিসিকে জানাবো। একটি সরকার যখন সিদ্ধান্ত নেয়, তখন তারা কেবল খেলোয়াড়দের কথা ভাবে না, সবার কথা বিবেচনা করে।’

এর আগে বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের ভারতে বিশ্বকাপে না খেলার অবস্থান নিয়ে আইসিসি তার সদস্য দেশগুলো নিয়ে ভার্চুয়াল বৈঠক করে। সেখানে বাংলাদেশ ছাড়া শুধু পাকিস্তানই ভারতে গিয়ে খেলতে না চাওয়ার পক্ষে ভোট দেয়। অর্থাৎ, বাকি সদস্য দেশগুলোর অবস্থান ছিল বাংলাদেশের বিপক্ষে। ফলে পিসিবির সমর্থনও আইসিসির অবস্থান পরিবর্তনে প্রভাব ফেলতে পারেনি।

এ অবস্থায় আইসিসির গভর্নিং বডি বাংলাদেশকে সিদ্ধান্ত জানানোর জন্য আরও ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে। পাশাপাশি সংস্থাটি জানিয়েছে, ভারতে নিরাপত্তাজনিত কোনো উদ্বেগের কারণ নেই।

/জেএইচ/