বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষপর্যায়ে আসর মাতাতে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীতে পৌঁছান উইলিয়ামসন। আসরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন তিনি।
আগে থেকেই শোনা যাচ্ছিলো, দক্ষিণ আফ্রিকার এসএ-২০ লিগ শেষ হতেই তিনি বিপিএলে অংশ নেবেন। রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে তার চুক্তি আগেই চূড়ান্ত হয়েছিল। আজ তা বাস্তব রূপ পেয়েছে।
রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগের দিনই জানিয়েছেন, আজ দলে যোগ দেবেন উইলিয়ামসন। প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছেন এই কিউই তারকা। তিনি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে এসেছেন। এটি নিঃসন্দেহে রাজশাহীর ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী ও গভীরতা যোগ করবে।
চলতি আসরে রাজশাহীর স্কোয়াডে আছেন উইলিয়ামসনের স্বদেশি অলরাউন্ডার জিমি নিশামও। আগেই নিশাম ইঙ্গিত দিয়েছিলেন, সুযোগ পেলে বাংলাদেশে উইলিয়ামসনকে আনার ব্যাপারে তিনি আগ্রহী। শেষ পর্যন্ত সেই ইচ্ছাই বাস্তব রূপ পেয়েছে।
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে সিলেট টাইটান্সের সঙ্গে। এই ম্যাচের জয়ী দল ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে। এর আগে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের কাছে ছয় উইকেটে হেরে যায় রাজশাহী। ১৩৩ রানের লক্ষ্য দিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি ধরে রাখতে পারেনি তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষপর্যায়ে আসর মাতাতে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীতে পৌঁছান উইলিয়ামসন। আসরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন তিনি।
আগে থেকেই শোনা যাচ্ছিলো, দক্ষিণ আফ্রিকার এসএ-২০ লিগ শেষ হতেই তিনি বিপিএলে অংশ নেবেন। রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে তার চুক্তি আগেই চূড়ান্ত হয়েছিল। আজ তা বাস্তব রূপ পেয়েছে।
রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগের দিনই জানিয়েছেন, আজ দলে যোগ দেবেন উইলিয়ামসন। প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছেন এই কিউই তারকা। তিনি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে এসেছেন। এটি নিঃসন্দেহে রাজশাহীর ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী ও গভীরতা যোগ করবে।
চলতি আসরে রাজশাহীর স্কোয়াডে আছেন উইলিয়ামসনের স্বদেশি অলরাউন্ডার জিমি নিশামও। আগেই নিশাম ইঙ্গিত দিয়েছিলেন, সুযোগ পেলে বাংলাদেশে উইলিয়ামসনকে আনার ব্যাপারে তিনি আগ্রহী। শেষ পর্যন্ত সেই ইচ্ছাই বাস্তব রূপ পেয়েছে।
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে সিলেট টাইটান্সের সঙ্গে। এই ম্যাচের জয়ী দল ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে। এর আগে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের কাছে ছয় উইকেটে হেরে যায় রাজশাহী। ১৩৩ রানের লক্ষ্য দিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি ধরে রাখতে পারেনি তারা।

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষপর্যায়ে আসর মাতাতে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীতে পৌঁছান উইলিয়ামসন। আসরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন তিনি।
আগে থেকেই শোনা যাচ্ছিলো, দক্ষিণ আফ্রিকার এসএ-২০ লিগ শেষ হতেই তিনি বিপিএলে অংশ নেবেন। রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে তার চুক্তি আগেই চূড়ান্ত হয়েছিল। আজ তা বাস্তব রূপ পেয়েছে।
রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগের দিনই জানিয়েছেন, আজ দলে যোগ দেবেন উইলিয়ামসন। প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছেন এই কিউই তারকা। তিনি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে এসেছেন। এটি নিঃসন্দেহে রাজশাহীর ব্যাটিং লাইনআপকে আরও শক্তিশালী ও গভীরতা যোগ করবে।
চলতি আসরে রাজশাহীর স্কোয়াডে আছেন উইলিয়ামসনের স্বদেশি অলরাউন্ডার জিমি নিশামও। আগেই নিশাম ইঙ্গিত দিয়েছিলেন, সুযোগ পেলে বাংলাদেশে উইলিয়ামসনকে আনার ব্যাপারে তিনি আগ্রহী। শেষ পর্যন্ত সেই ইচ্ছাই বাস্তব রূপ পেয়েছে।
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে সিলেট টাইটান্সের সঙ্গে। এই ম্যাচের জয়ী দল ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে। এর আগে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের কাছে ছয় উইকেটে হেরে যায় রাজশাহী। ১৩৩ রানের লক্ষ্য দিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি ধরে রাখতে পারেনি তারা।




