শিরোনাম

বিশ্বকাপের বাছাইয়ে চারে চার বাংলাদেশ

সিটিজেন-স্পোর্টস-ডেস্ক
বিশ্বকাপের বাছাইয়ে চারে চার বাংলাদেশ
৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শারমিন আক্তার (ছবি: বিসিবি)

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সুপার সিক্স নিশ্চিত করার পর আয়াল্যান্ডকে হারালো বাংলাদেশ। শারমিন আক্তারের ফিফটি ও সোবহানা মোস্তারির ঝড়ো ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে তারা। বাংলাদেশ ম্যাচটা জিতেছে ৯ রানে। এ নিয়ে বাছাইপর্বে গ্রুপ পর্বে চার ম্যাচের সবগুলোই জিতল বাংলাদেশ।

আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। তৃতীয় ওভারে ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে দিলারা আক্তারকে নিয়ে শারমিন ৭০ রানের জুটি গড়েন। দিলার ৩৫ রানে আউট হন। নিগার সুলতানা (১৩) দ্রুতই ফেরেন। পরে ৭ রানের ব্যবধানে বাংলাদেশ তিন উইকেট হারালেও সোবহানা ১৬ বলে ১ চার ও ৩ ছয়ে ৩০ রানের ইনিংস খেলে দেড়শ পার করেন। ইনিংসের শেষ বলে আউট হন তিনি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল আয়ারল্যান্ড। অ্যামি হান্টার অধিনায়ক গ্যাবি লুইসকে নিয়ে ৫৩ রান এনে দিয়ে রিটায়ার্ড হার্ট হন। ১০ ওভারে বিনা উইকেটে ৬৮ রান তোলা আয়ারল্যান্ড বড় ধাক্কা খায় ১১তম ওভরে। স্বর্ণা আক্তার জোড়া আঘাত হানেন। এরপর রিতু মনি ও নাহিদা আক্তারের কিপটে বোলিংয়ে আয়ারল্যান্ড চাপে পড়ে। শেষ চার ওভারে ৪৩ রান দরকার ছিল আইরিশদের। ১৯তম ওভারে রাবেয়া খান ইনিংস সেরা লুইসকে ৭৩ রানে ফেরালে আয়ারল্যান্ডের লড়াই শেষ হয়ে যায়। শেষ ওভারে ২০ রান দরকার ছিল। মারুফা দেন মাত্র ১০ রান। ৪ উইকেটে ১৪৪ রানে থামে আয়ারল্যান্ড।

৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শারমিন।

/টিই/