টি-টোয়েন্টিতে এই বছর বাংলাদেশের কার কত ছক্কা?

টি-টোয়েন্টিতে এই বছর বাংলাদেশের কার কত ছক্কা?
সিটিজেন স্পোর্টস ডেস্ক

গেল মঙ্গলবার বাংলাদেশ এই বছর নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়েই বছর শেষ করেছে বাংলাদেশ। এই বছরেও বাংলাদেশের বেশ কয়েকটি হারের কারণ ছিল ব্যাটিং ব্যর্থতায়। তবে এবারই প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ মেরেছে ২০০ বা এর চেয়ে বেশি ছক্কা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছক্কা ছিল ১২২টি, সেটি ২০২৪ সালে। এবার ২০৬টি ছক্কা এসেছে তানজিদ হাসান, লিটন দাসদের ব্যাট থেকে। ছক্কায় রেকর্ড গড়া বছরে বাংলাদেশের কার ব্যাট থেকে কত ছক্কা এল?
চলতি বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১৮ জন ব্যাটসম্যান ছক্কা মেরেছেন। এর মধ্য টপ অর্ডারে খেলা চার ব্যাটসম্যান তানজিদ, লিটন, পারভেজ ও সাইফের ব্যাট থেকে এসেছে ১২৭ ছক্কা।
ওপেনার তানজিদ সর্বোচ্চ ৪১টি ছক্কা মেরেছেন। যা এক বছরে বাংলাদেশের হয়েও সর্বোচ্চ ছক্কার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা এসেছে আরেক ওপেনার পারভেজ হোসেনের ব্যাট থেকে, ৩৪টি।
সাইফ ১৫ ম্যাচে মেরেছেন ২৯টি ছক্কা, ২৩টি মেরেছেন লিটন। মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলীর ব্যাট থেকে এসেছে ২৩ ইনিংসে ১৯ ছক্কা।
চলতি বছর নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি চারও মেরেছে বাংলাদেশ, ২৯৮টি। চলতি বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে অস্ট্রিয়া। ২৮ ম্যাচে দলটি ৩২৬টি ছক্কা মেরেছে। তালিকার ২ নম্বরে আছে পাকিস্তান, ৩৪ ম্যাচে পাকিস্তান মেরেছে ২৩৫টি ছক্কা। শুধু টেস্ট খেলুড়ে দেশের হিসেব করলে এই তালিকায় বাংলাদেশ আছে তিন নম্বরে।

গেল মঙ্গলবার বাংলাদেশ এই বছর নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়েই বছর শেষ করেছে বাংলাদেশ। এই বছরেও বাংলাদেশের বেশ কয়েকটি হারের কারণ ছিল ব্যাটিং ব্যর্থতায়। তবে এবারই প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ মেরেছে ২০০ বা এর চেয়ে বেশি ছক্কা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছক্কা ছিল ১২২টি, সেটি ২০২৪ সালে। এবার ২০৬টি ছক্কা এসেছে তানজিদ হাসান, লিটন দাসদের ব্যাট থেকে। ছক্কায় রেকর্ড গড়া বছরে বাংলাদেশের কার ব্যাট থেকে কত ছক্কা এল?
চলতি বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১৮ জন ব্যাটসম্যান ছক্কা মেরেছেন। এর মধ্য টপ অর্ডারে খেলা চার ব্যাটসম্যান তানজিদ, লিটন, পারভেজ ও সাইফের ব্যাট থেকে এসেছে ১২৭ ছক্কা।
ওপেনার তানজিদ সর্বোচ্চ ৪১টি ছক্কা মেরেছেন। যা এক বছরে বাংলাদেশের হয়েও সর্বোচ্চ ছক্কার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা এসেছে আরেক ওপেনার পারভেজ হোসেনের ব্যাট থেকে, ৩৪টি।
সাইফ ১৫ ম্যাচে মেরেছেন ২৯টি ছক্কা, ২৩টি মেরেছেন লিটন। মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলীর ব্যাট থেকে এসেছে ২৩ ইনিংসে ১৯ ছক্কা।
চলতি বছর নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি চারও মেরেছে বাংলাদেশ, ২৯৮টি। চলতি বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে অস্ট্রিয়া। ২৮ ম্যাচে দলটি ৩২৬টি ছক্কা মেরেছে। তালিকার ২ নম্বরে আছে পাকিস্তান, ৩৪ ম্যাচে পাকিস্তান মেরেছে ২৩৫টি ছক্কা। শুধু টেস্ট খেলুড়ে দেশের হিসেব করলে এই তালিকায় বাংলাদেশ আছে তিন নম্বরে।

টি-টোয়েন্টিতে এই বছর বাংলাদেশের কার কত ছক্কা?
সিটিজেন স্পোর্টস ডেস্ক

গেল মঙ্গলবার বাংলাদেশ এই বছর নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়েই বছর শেষ করেছে বাংলাদেশ। এই বছরেও বাংলাদেশের বেশ কয়েকটি হারের কারণ ছিল ব্যাটিং ব্যর্থতায়। তবে এবারই প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ মেরেছে ২০০ বা এর চেয়ে বেশি ছক্কা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছক্কা ছিল ১২২টি, সেটি ২০২৪ সালে। এবার ২০৬টি ছক্কা এসেছে তানজিদ হাসান, লিটন দাসদের ব্যাট থেকে। ছক্কায় রেকর্ড গড়া বছরে বাংলাদেশের কার ব্যাট থেকে কত ছক্কা এল?
চলতি বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১৮ জন ব্যাটসম্যান ছক্কা মেরেছেন। এর মধ্য টপ অর্ডারে খেলা চার ব্যাটসম্যান তানজিদ, লিটন, পারভেজ ও সাইফের ব্যাট থেকে এসেছে ১২৭ ছক্কা।
ওপেনার তানজিদ সর্বোচ্চ ৪১টি ছক্কা মেরেছেন। যা এক বছরে বাংলাদেশের হয়েও সর্বোচ্চ ছক্কার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা এসেছে আরেক ওপেনার পারভেজ হোসেনের ব্যাট থেকে, ৩৪টি।
সাইফ ১৫ ম্যাচে মেরেছেন ২৯টি ছক্কা, ২৩টি মেরেছেন লিটন। মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলীর ব্যাট থেকে এসেছে ২৩ ইনিংসে ১৯ ছক্কা।
চলতি বছর নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি চারও মেরেছে বাংলাদেশ, ২৯৮টি। চলতি বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে অস্ট্রিয়া। ২৮ ম্যাচে দলটি ৩২৬টি ছক্কা মেরেছে। তালিকার ২ নম্বরে আছে পাকিস্তান, ৩৪ ম্যাচে পাকিস্তান মেরেছে ২৩৫টি ছক্কা। শুধু টেস্ট খেলুড়ে দেশের হিসেব করলে এই তালিকায় বাংলাদেশ আছে তিন নম্বরে।