হোপের সেঞ্চুরিতে পঞ্চম দিনে ক্রাইস্টচার্চ টেস্ট

হোপের সেঞ্চুরিতে পঞ্চম দিনে ক্রাইস্টচার্চ টেস্ট
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিলো নিউজিল্যান্ড। আজ শুক্রবার ৫ ডিসেম্বর, টেস্টের চতুর্থ দিনে শুরুর দিকেও স্বাগতিকরাই ম্যাচে এগিয়ে ছিল। তবে শাই হোপের সেঞ্চুরিতে পঞ্চম দিনে গড়িয়েছে টেস্ট।
নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৪৬৬ রানে। তাতে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ৫৩১ রানের। প্রায় অসম্ভব লক্ষ্য তাড়ায় নেমে এক পর্যায়ে ৭২ রানে ওয়েস্ট ইন্ডিজ হারায় ৪ উইকেট।
দিনের খেলাও তখনো প্রায় দেড় সেশন বাকি। কিন্তু এরপর প্রতিরোধ গড়ে তোলেন শাই হোপ ও জাস্টিন গ্রিভস। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ১৪০ রানের জুটিতে চতুর্থ দিন পার করে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২১২ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ। হোপ ১১৬ ও গ্রিভস ৫৫ রানে অপরাজিত। টেস্ট ক্যারিয়ারে এটি হোপের চতুর্থ সেঞ্চুরি।
তার আগে ৪ উইকেটে ৪১৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করা নিউজিল্যান্ড আজ সকালের সেশনে ৪৯ রান যোগ করে আরও ৪ উইকেট হারানোর পর দলীয় ৪৬৬ তে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
লক্ষ্য ৫৩১, টেস্ট ইতিহাসে আজ পর্যন্ত কেউ এত রান তাড়া করে জিততে পারেনি। টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয় তুলে নেওয়ার নজির আছে।
আগামীকাল শনিবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে হোপ–গ্রিভসের জুটি কতক্ষণ টিকবে তার ওপর নির্ভর করছে এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য। ৬ উইকেট হাতে রেখে শেষ দিনে ক্যারিবিয়ানদের দরকার আরও ৩১৯ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিলো নিউজিল্যান্ড। আজ শুক্রবার ৫ ডিসেম্বর, টেস্টের চতুর্থ দিনে শুরুর দিকেও স্বাগতিকরাই ম্যাচে এগিয়ে ছিল। তবে শাই হোপের সেঞ্চুরিতে পঞ্চম দিনে গড়িয়েছে টেস্ট।
নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৪৬৬ রানে। তাতে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ৫৩১ রানের। প্রায় অসম্ভব লক্ষ্য তাড়ায় নেমে এক পর্যায়ে ৭২ রানে ওয়েস্ট ইন্ডিজ হারায় ৪ উইকেট।
দিনের খেলাও তখনো প্রায় দেড় সেশন বাকি। কিন্তু এরপর প্রতিরোধ গড়ে তোলেন শাই হোপ ও জাস্টিন গ্রিভস। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ১৪০ রানের জুটিতে চতুর্থ দিন পার করে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২১২ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ। হোপ ১১৬ ও গ্রিভস ৫৫ রানে অপরাজিত। টেস্ট ক্যারিয়ারে এটি হোপের চতুর্থ সেঞ্চুরি।
তার আগে ৪ উইকেটে ৪১৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করা নিউজিল্যান্ড আজ সকালের সেশনে ৪৯ রান যোগ করে আরও ৪ উইকেট হারানোর পর দলীয় ৪৬৬ তে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
লক্ষ্য ৫৩১, টেস্ট ইতিহাসে আজ পর্যন্ত কেউ এত রান তাড়া করে জিততে পারেনি। টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয় তুলে নেওয়ার নজির আছে।
আগামীকাল শনিবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে হোপ–গ্রিভসের জুটি কতক্ষণ টিকবে তার ওপর নির্ভর করছে এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য। ৬ উইকেট হাতে রেখে শেষ দিনে ক্যারিবিয়ানদের দরকার আরও ৩১৯ রান।

হোপের সেঞ্চুরিতে পঞ্চম দিনে ক্রাইস্টচার্চ টেস্ট
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিলো নিউজিল্যান্ড। আজ শুক্রবার ৫ ডিসেম্বর, টেস্টের চতুর্থ দিনে শুরুর দিকেও স্বাগতিকরাই ম্যাচে এগিয়ে ছিল। তবে শাই হোপের সেঞ্চুরিতে পঞ্চম দিনে গড়িয়েছে টেস্ট।
নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৪৬৬ রানে। তাতে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ৫৩১ রানের। প্রায় অসম্ভব লক্ষ্য তাড়ায় নেমে এক পর্যায়ে ৭২ রানে ওয়েস্ট ইন্ডিজ হারায় ৪ উইকেট।
দিনের খেলাও তখনো প্রায় দেড় সেশন বাকি। কিন্তু এরপর প্রতিরোধ গড়ে তোলেন শাই হোপ ও জাস্টিন গ্রিভস। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ১৪০ রানের জুটিতে চতুর্থ দিন পার করে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২১২ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ। হোপ ১১৬ ও গ্রিভস ৫৫ রানে অপরাজিত। টেস্ট ক্যারিয়ারে এটি হোপের চতুর্থ সেঞ্চুরি।
তার আগে ৪ উইকেটে ৪১৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করা নিউজিল্যান্ড আজ সকালের সেশনে ৪৯ রান যোগ করে আরও ৪ উইকেট হারানোর পর দলীয় ৪৬৬ তে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
লক্ষ্য ৫৩১, টেস্ট ইতিহাসে আজ পর্যন্ত কেউ এত রান তাড়া করে জিততে পারেনি। টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয় তুলে নেওয়ার নজির আছে।
আগামীকাল শনিবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে হোপ–গ্রিভসের জুটি কতক্ষণ টিকবে তার ওপর নির্ভর করছে এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য। ৬ উইকেট হাতে রেখে শেষ দিনে ক্যারিবিয়ানদের দরকার আরও ৩১৯ রান।