ব্রেকিং
রুটের ১৩৮, ইংল্যান্ড অলআউট ৩৩৪ রানে
দশম উইকেটে ৭০ রানের জুটি গড়েন রুট ও জোফরা। ছবি: ক্রিকইনফো

অ্যাশেজে ব্রিসবেন টেস্টে দশম উইকেট জুটিতে জোফরা আর্চারকে সঙ্গে নিয়ে লড়াইটা চালাচ্ছিলেন জো রুট। প্রথম দিনে জুটি ছিল ৪৪ বলে ৬১। তাতেই একটা রেকর্ড হয়ে গিয়েছিল। দিবা-রাত্রির টেস্টে দশম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। আজ ৫ ডিসেম্বর, টেস্টের দ্বিতীয় দিনে জুটিতে আর মাত্র ৯ রান যোগ করার পর অউট হন জোফরা।

দশম উইকেটে দুজনের জুটিতে ওঠে ৫৮ বলে ৭০ রান। সফরকারী ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৩৩৪ রানে। শেষ পর্যন্ত ১৩৮ রানে অপরাজিত থাকেন জো রুট। অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট শিকার করে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন মিচেল স্টার্ক।

এর আগে ব্রুককে আউট করে টেস্টে বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হন মিচেল স্টার্ক। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের ৪১৪ উইকেটের রেকর্ড ভাঙেন তিনি।

জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া প্রথম শেষনে হারায় ট্রাভিস হেডের উইকেট। হেড ৩৩ রান করেন। ক্রিজে আছেন ওপেনার জেক ওয়েদারাল্ড (৫৬ বলে ৫৯*) ও মারনাস লাবুশেন (২৯ বলে ২৭*)।