পাঁচ ফিফটিতে অস্ট্রেলিয়া থামল ৫১১ রানে

পাঁচ ফিফটিতে অস্ট্রেলিয়া থামল ৫১১ রানে
সিটিজেন স্পোর্টস ডেস্ক

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ব্রিসবেনে প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ৩৩৪ রান। জবাব দিতে নেমে টেস্টের দ্বিতীয় দিনেই লিড পায় স্বাগতিক অস্ট্রেলিয়া। আজ শনিবার টেস্টের তৃতীয় দিনে সেই লিড আরও বাড়িয়ে নিয়েছে তারা। প্রথম ইনিংসে মোট পাঁচজনের ফিফটিতে ৫১১ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।
শনিবার ৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে শুরু করে অস্ট্রেলিয়া। দলে ৫ রান যোগ হতেই আউট হন মাইকেল নেসার (১৬)। তবে ক্যারি তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১২তম ফিফটি। তিনি আউট হন ৬৩ রানে।
নবম উইকেটে মিচেল স্টার্ক স্কট বোল্যান্ডকে সঙ্গে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন। তাতে পাঁচশোর কাছাকাছি পৌঁছায় অস্ট্রেলিয়ার রান। কার্সের বলে স্টার্ক (৭৭) স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরলে জুটি ভাঙে। টেস্টে এটি স্টার্কের ১২তম ফিফটি। পরে ডগেটের ১৩ ও বোল্যান্ডের অপরাজিত ২১ রানে ৫১১ তে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। তাতে প্রথম ইনিংসে ১৭৭ রানের লিড পায় স্টিভেন স্মিথের দল।
কার্স ১৫২ রানে ৪ এবং স্টোকস ১১৩ রানে ৩ উইকেট পান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড।

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ব্রিসবেনে প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ৩৩৪ রান। জবাব দিতে নেমে টেস্টের দ্বিতীয় দিনেই লিড পায় স্বাগতিক অস্ট্রেলিয়া। আজ শনিবার টেস্টের তৃতীয় দিনে সেই লিড আরও বাড়িয়ে নিয়েছে তারা। প্রথম ইনিংসে মোট পাঁচজনের ফিফটিতে ৫১১ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।
শনিবার ৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে শুরু করে অস্ট্রেলিয়া। দলে ৫ রান যোগ হতেই আউট হন মাইকেল নেসার (১৬)। তবে ক্যারি তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১২তম ফিফটি। তিনি আউট হন ৬৩ রানে।
নবম উইকেটে মিচেল স্টার্ক স্কট বোল্যান্ডকে সঙ্গে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন। তাতে পাঁচশোর কাছাকাছি পৌঁছায় অস্ট্রেলিয়ার রান। কার্সের বলে স্টার্ক (৭৭) স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরলে জুটি ভাঙে। টেস্টে এটি স্টার্কের ১২তম ফিফটি। পরে ডগেটের ১৩ ও বোল্যান্ডের অপরাজিত ২১ রানে ৫১১ তে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। তাতে প্রথম ইনিংসে ১৭৭ রানের লিড পায় স্টিভেন স্মিথের দল।
কার্স ১৫২ রানে ৪ এবং স্টোকস ১১৩ রানে ৩ উইকেট পান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড।

পাঁচ ফিফটিতে অস্ট্রেলিয়া থামল ৫১১ রানে
সিটিজেন স্পোর্টস ডেস্ক

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ব্রিসবেনে প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ৩৩৪ রান। জবাব দিতে নেমে টেস্টের দ্বিতীয় দিনেই লিড পায় স্বাগতিক অস্ট্রেলিয়া। আজ শনিবার টেস্টের তৃতীয় দিনে সেই লিড আরও বাড়িয়ে নিয়েছে তারা। প্রথম ইনিংসে মোট পাঁচজনের ফিফটিতে ৫১১ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।
শনিবার ৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে শুরু করে অস্ট্রেলিয়া। দলে ৫ রান যোগ হতেই আউট হন মাইকেল নেসার (১৬)। তবে ক্যারি তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১২তম ফিফটি। তিনি আউট হন ৬৩ রানে।
নবম উইকেটে মিচেল স্টার্ক স্কট বোল্যান্ডকে সঙ্গে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন। তাতে পাঁচশোর কাছাকাছি পৌঁছায় অস্ট্রেলিয়ার রান। কার্সের বলে স্টার্ক (৭৭) স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরলে জুটি ভাঙে। টেস্টে এটি স্টার্কের ১২তম ফিফটি। পরে ডগেটের ১৩ ও বোল্যান্ডের অপরাজিত ২১ রানে ৫১১ তে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। তাতে প্রথম ইনিংসে ১৭৭ রানের লিড পায় স্টিভেন স্মিথের দল।
কার্স ১৫২ রানে ৪ এবং স্টোকস ১১৩ রানে ৩ উইকেট পান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড।