ভারতে ভিন্ন ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর কথা ভাবছে আইসিসি

ভারতে ভিন্ন ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর কথা ভাবছে আইসিসি
সিটিজেন-স্পোর্টস-ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি। তবে এখনও বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তজনা এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা উল্লেখ করে বিসিবি তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে।
‘ক্রিকবাজ’-এর তথ্য অনুযায়ী, আইসিসি বিকল্প ভেন্যু খুঁজছে ঠিকই, তবে বাংলাদেশের চাওয়া অনুযায়ী শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা কম। আইসিসি এবং বিসিসিআই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই এবং থিরুভানান্থাপুরামে সরিয়ে নেওয়ার বিষয়টি যাচাই করা হচ্ছে। উভয়ই অ্যাসোসিয়েশনই এই ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে।
চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মোট আটটি পিচ থাকায় সেখানে অতিরিক্ত ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্টেডিয়ামে ইতিমধ্যেই ভারত-অস্ট্রেলিয়ার সম্ভাব্য ‘সুপার এইট’ ম্যাচসহ সাতটি ম্যাচ নির্ধারিত আছে।
৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলার কথা রয়েছে বাংলাদেশের। মুম্বাইয়ে তাদের শেষ ম্যাচ নেপালের বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা।
প্রসঙ্গত, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ছাড়ার নির্দেশ দেওয়ার পর বিসিবি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে দুইবার চিঠি দিয়েছে। আইসিসি আজ (সোমবার) এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারে। তবে ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হওয়ার এত কম সময় আগে লজিস্টিক সমস্যার কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর সম্ভাবনা খুবই কম।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি। তবে এখনও বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তজনা এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা উল্লেখ করে বিসিবি তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে।
‘ক্রিকবাজ’-এর তথ্য অনুযায়ী, আইসিসি বিকল্প ভেন্যু খুঁজছে ঠিকই, তবে বাংলাদেশের চাওয়া অনুযায়ী শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা কম। আইসিসি এবং বিসিসিআই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই এবং থিরুভানান্থাপুরামে সরিয়ে নেওয়ার বিষয়টি যাচাই করা হচ্ছে। উভয়ই অ্যাসোসিয়েশনই এই ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে।
চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মোট আটটি পিচ থাকায় সেখানে অতিরিক্ত ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্টেডিয়ামে ইতিমধ্যেই ভারত-অস্ট্রেলিয়ার সম্ভাব্য ‘সুপার এইট’ ম্যাচসহ সাতটি ম্যাচ নির্ধারিত আছে।
৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলার কথা রয়েছে বাংলাদেশের। মুম্বাইয়ে তাদের শেষ ম্যাচ নেপালের বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা।
প্রসঙ্গত, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ছাড়ার নির্দেশ দেওয়ার পর বিসিবি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে দুইবার চিঠি দিয়েছে। আইসিসি আজ (সোমবার) এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারে। তবে ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হওয়ার এত কম সময় আগে লজিস্টিক সমস্যার কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর সম্ভাবনা খুবই কম।

ভারতে ভিন্ন ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ সরানোর কথা ভাবছে আইসিসি
সিটিজেন-স্পোর্টস-ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি। তবে এখনও বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তজনা এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা উল্লেখ করে বিসিবি তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে।
‘ক্রিকবাজ’-এর তথ্য অনুযায়ী, আইসিসি বিকল্প ভেন্যু খুঁজছে ঠিকই, তবে বাংলাদেশের চাওয়া অনুযায়ী শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা কম। আইসিসি এবং বিসিসিআই তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই এবং থিরুভানান্থাপুরামে সরিয়ে নেওয়ার বিষয়টি যাচাই করা হচ্ছে। উভয়ই অ্যাসোসিয়েশনই এই ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে।
চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মোট আটটি পিচ থাকায় সেখানে অতিরিক্ত ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্টেডিয়ামে ইতিমধ্যেই ভারত-অস্ট্রেলিয়ার সম্ভাব্য ‘সুপার এইট’ ম্যাচসহ সাতটি ম্যাচ নির্ধারিত আছে।
৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলার কথা রয়েছে বাংলাদেশের। মুম্বাইয়ে তাদের শেষ ম্যাচ নেপালের বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা।
প্রসঙ্গত, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ছাড়ার নির্দেশ দেওয়ার পর বিসিবি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে দুইবার চিঠি দিয়েছে। আইসিসি আজ (সোমবার) এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে পারে। তবে ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হওয়ার এত কম সময় আগে লজিস্টিক সমস্যার কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর সম্ভাবনা খুবই কম।




