ব্রেকিং
ভারতের ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে কোহলিকে
বিজয় হাজরা ট্রফিতে খেলবেন কোহলি।

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে আবারও দেখা যাবে ঘরোয়া ক্রিকেটে। আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সাদা বলের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে তিনি খেলবেন। কোহলি সবশেষ ২০১০ সালের ফেব্রুয়ারিতে বিজয় হাজারে ট্রফিতে খেলেছিলেন।

দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলির বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। রোহন বলেন, ‘তিনি বিজয় হাজরে ট্রফিতে খেলবেন। কতগুলো ম্যাচে খেলবেন তা এখনও নিশ্চিত নয়। তবে তার উপস্থিতি দিল্লি দলের জন্য দারুণ ব্যাপার।‘

কোহলির মতো সাবেক অধিনায়ক রোহিত শর্মাও মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন। ২০২৬’র ১১ জানুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তার আগে বিজয় হাজারে ট্রফিতে খেলেই এই দুই তারকা ক্রিকেটার সেই সিরিজের জন্য প্রস্তুতি নেবেন।