মেসির ক্যারিয়ারে শিরোপা ৪৭ না ৪৮, বিতর্ক যে কারণে

মেসির ক্যারিয়ারে শিরোপা ৪৭ না ৪৮, বিতর্ক যে কারণে
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ইন্টার মায়ামির হয়ে মেসি আজ এমএলএস কাপ জেতার পর থেকে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স লিখেছে, এটি মেসির ক্যারিয়ারের ৪৭তম ট্রফি। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল এর হিসাবও তাই বলছে। তবে স্প্যানিশ ও ইংলিশ অনেক সংবাদমাধ্যমে লেখা হয়েছে ট্রফি সংখ্যা ৪৮। প্রশ্ন হলো, মেসির ট্রফি সংখ্যা নিয়ে বিভ্রান্তি আসলে কোথায়?
মেসির ক্যারিয়ারের ৪৭ ট্রফির হিসাবটা যেমন
মেসি সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে। ১০টি লা লিগা, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি উয়েফা সুপার কাপ ও ৩টি ক্লাব বিশ্বকাপ তাতে মোট ৩৫টি। পিএসজির হয়ে জিতেছেন ২টি লিগ ও একটি কাপসহ মোট ৩টি ট্রফি। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে যুব বিশ্বকাপ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অলিম্পিক স্বর্ণ। আর জাতীয় দলের হয়ে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমাসহ মোট ৪ ট্রফি। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ, সাপোর্টারস শিল্ড ও এমএলএস কাপসহ ৩টি। তাতে ক্যারিয়ারের মোট শিরোপা দাঁড়াল (৩৫+৩+১+১+৪+৩) ৪৭টি।
তাহলে ৪৮ কিভাবে, সেটিও দেখে নেওয়া যাক। মেজর লিগ সকারে এমএলএস কাপের ফাইনালে ওঠার জন্য মেসির মায়ামিকে জিততে হয়েছে আঞ্চলিক ট্রফি অর্থাৎ ইস্টার্ন কনফারেন্স কাপ। সেই টুর্নামেন্ট জিতেও মায়ামি একটা ট্রফি পেয়েছে, তবে সেটি এমএলএস কাপের মূল লড়াইয়ে জায়গা পাওয়ার একটা ধাপ। ফিফা তাই ইস্টার্ন কনফারেন্স কাপকে বড় ট্রফি হিসেবে স্বীকৃতি দেয় না। আবার যেহেতু এটাও একটা ট্রফি, সেই হিসেবে অনেকেই এটাকে মেসির পেশাদার ক্যারিয়ারের ট্রফিতে যোগ করছেন।
তবে আরেকটা বিষয়ে বিভ্রান্তি তৈরী হচ্ছে। অনেক হিসাবে মেসির স্প্যানিশ সুপার কাপ ৮টি নয়, ৭টি। ২০০৫ সালের স্প্যানিশ সুপার কাপ এই হিসাব থেকে বাদ দেওয়া হয় কোথাও কোথাও। বাদ দেওয়ার পক্ষে যুক্তি, রিয়াল বেতিসের বিপক্ষে সেই বছর সুপার কাপের দুই ম্যাচের কোনোটাতেই মেসি স্কোয়াডে ছিলেন না।
তবে সুপার কাপের খেলার প্রথম শর্ত হচ্ছে লিগ ও কাপ চ্যাম্পিয়ন হওয়া এবং বার্সেলোনার হয়ে সেই মৌসুমে (২০০৪-০৫) লিগ জেতা দলে ছিলেন মেসি। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, লিগ জয়ী দলের স্কোয়াডে থাকা সবাই সুপারকাপের শিরোপার জন্য বিবেচ্য। সেই হিসেবে মেসিও ওই বছর স্প্যানিশ সুপার কাপ জিতেছেন বলে স্বীকৃতি দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটেও বলা আছে, ৮টি ট্রফি জিতে স্প্যানিশ সুপার কাপের সবচেয়ে সফল খেলোয়াড় মেসি। ফুটবল বিষয়ক বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলছেন, সংখ্যাটা ৪৮। আসলে মেসির ক্যারিয়ারে ট্রফি সংখ্যা ৪৭ না ৪৮, এ বিষয়ে কে কোন হিসেব ধরছে সেটিই মূল বিষয়।

ইন্টার মায়ামির হয়ে মেসি আজ এমএলএস কাপ জেতার পর থেকে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স লিখেছে, এটি মেসির ক্যারিয়ারের ৪৭তম ট্রফি। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল এর হিসাবও তাই বলছে। তবে স্প্যানিশ ও ইংলিশ অনেক সংবাদমাধ্যমে লেখা হয়েছে ট্রফি সংখ্যা ৪৮। প্রশ্ন হলো, মেসির ট্রফি সংখ্যা নিয়ে বিভ্রান্তি আসলে কোথায়?
মেসির ক্যারিয়ারের ৪৭ ট্রফির হিসাবটা যেমন
মেসি সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে। ১০টি লা লিগা, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি উয়েফা সুপার কাপ ও ৩টি ক্লাব বিশ্বকাপ তাতে মোট ৩৫টি। পিএসজির হয়ে জিতেছেন ২টি লিগ ও একটি কাপসহ মোট ৩টি ট্রফি। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে যুব বিশ্বকাপ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অলিম্পিক স্বর্ণ। আর জাতীয় দলের হয়ে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমাসহ মোট ৪ ট্রফি। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ, সাপোর্টারস শিল্ড ও এমএলএস কাপসহ ৩টি। তাতে ক্যারিয়ারের মোট শিরোপা দাঁড়াল (৩৫+৩+১+১+৪+৩) ৪৭টি।
তাহলে ৪৮ কিভাবে, সেটিও দেখে নেওয়া যাক। মেজর লিগ সকারে এমএলএস কাপের ফাইনালে ওঠার জন্য মেসির মায়ামিকে জিততে হয়েছে আঞ্চলিক ট্রফি অর্থাৎ ইস্টার্ন কনফারেন্স কাপ। সেই টুর্নামেন্ট জিতেও মায়ামি একটা ট্রফি পেয়েছে, তবে সেটি এমএলএস কাপের মূল লড়াইয়ে জায়গা পাওয়ার একটা ধাপ। ফিফা তাই ইস্টার্ন কনফারেন্স কাপকে বড় ট্রফি হিসেবে স্বীকৃতি দেয় না। আবার যেহেতু এটাও একটা ট্রফি, সেই হিসেবে অনেকেই এটাকে মেসির পেশাদার ক্যারিয়ারের ট্রফিতে যোগ করছেন।
তবে আরেকটা বিষয়ে বিভ্রান্তি তৈরী হচ্ছে। অনেক হিসাবে মেসির স্প্যানিশ সুপার কাপ ৮টি নয়, ৭টি। ২০০৫ সালের স্প্যানিশ সুপার কাপ এই হিসাব থেকে বাদ দেওয়া হয় কোথাও কোথাও। বাদ দেওয়ার পক্ষে যুক্তি, রিয়াল বেতিসের বিপক্ষে সেই বছর সুপার কাপের দুই ম্যাচের কোনোটাতেই মেসি স্কোয়াডে ছিলেন না।
তবে সুপার কাপের খেলার প্রথম শর্ত হচ্ছে লিগ ও কাপ চ্যাম্পিয়ন হওয়া এবং বার্সেলোনার হয়ে সেই মৌসুমে (২০০৪-০৫) লিগ জেতা দলে ছিলেন মেসি। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, লিগ জয়ী দলের স্কোয়াডে থাকা সবাই সুপারকাপের শিরোপার জন্য বিবেচ্য। সেই হিসেবে মেসিও ওই বছর স্প্যানিশ সুপার কাপ জিতেছেন বলে স্বীকৃতি দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটেও বলা আছে, ৮টি ট্রফি জিতে স্প্যানিশ সুপার কাপের সবচেয়ে সফল খেলোয়াড় মেসি। ফুটবল বিষয়ক বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলছেন, সংখ্যাটা ৪৮। আসলে মেসির ক্যারিয়ারে ট্রফি সংখ্যা ৪৭ না ৪৮, এ বিষয়ে কে কোন হিসেব ধরছে সেটিই মূল বিষয়।

মেসির ক্যারিয়ারে শিরোপা ৪৭ না ৪৮, বিতর্ক যে কারণে
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ইন্টার মায়ামির হয়ে মেসি আজ এমএলএস কাপ জেতার পর থেকে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স লিখেছে, এটি মেসির ক্যারিয়ারের ৪৭তম ট্রফি। ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল এর হিসাবও তাই বলছে। তবে স্প্যানিশ ও ইংলিশ অনেক সংবাদমাধ্যমে লেখা হয়েছে ট্রফি সংখ্যা ৪৮। প্রশ্ন হলো, মেসির ট্রফি সংখ্যা নিয়ে বিভ্রান্তি আসলে কোথায়?
মেসির ক্যারিয়ারের ৪৭ ট্রফির হিসাবটা যেমন
মেসি সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে। ১০টি লা লিগা, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি উয়েফা সুপার কাপ ও ৩টি ক্লাব বিশ্বকাপ তাতে মোট ৩৫টি। পিএসজির হয়ে জিতেছেন ২টি লিগ ও একটি কাপসহ মোট ৩টি ট্রফি। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে যুব বিশ্বকাপ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অলিম্পিক স্বর্ণ। আর জাতীয় দলের হয়ে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমাসহ মোট ৪ ট্রফি। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ, সাপোর্টারস শিল্ড ও এমএলএস কাপসহ ৩টি। তাতে ক্যারিয়ারের মোট শিরোপা দাঁড়াল (৩৫+৩+১+১+৪+৩) ৪৭টি।
তাহলে ৪৮ কিভাবে, সেটিও দেখে নেওয়া যাক। মেজর লিগ সকারে এমএলএস কাপের ফাইনালে ওঠার জন্য মেসির মায়ামিকে জিততে হয়েছে আঞ্চলিক ট্রফি অর্থাৎ ইস্টার্ন কনফারেন্স কাপ। সেই টুর্নামেন্ট জিতেও মায়ামি একটা ট্রফি পেয়েছে, তবে সেটি এমএলএস কাপের মূল লড়াইয়ে জায়গা পাওয়ার একটা ধাপ। ফিফা তাই ইস্টার্ন কনফারেন্স কাপকে বড় ট্রফি হিসেবে স্বীকৃতি দেয় না। আবার যেহেতু এটাও একটা ট্রফি, সেই হিসেবে অনেকেই এটাকে মেসির পেশাদার ক্যারিয়ারের ট্রফিতে যোগ করছেন।
তবে আরেকটা বিষয়ে বিভ্রান্তি তৈরী হচ্ছে। অনেক হিসাবে মেসির স্প্যানিশ সুপার কাপ ৮টি নয়, ৭টি। ২০০৫ সালের স্প্যানিশ সুপার কাপ এই হিসাব থেকে বাদ দেওয়া হয় কোথাও কোথাও। বাদ দেওয়ার পক্ষে যুক্তি, রিয়াল বেতিসের বিপক্ষে সেই বছর সুপার কাপের দুই ম্যাচের কোনোটাতেই মেসি স্কোয়াডে ছিলেন না।
তবে সুপার কাপের খেলার প্রথম শর্ত হচ্ছে লিগ ও কাপ চ্যাম্পিয়ন হওয়া এবং বার্সেলোনার হয়ে সেই মৌসুমে (২০০৪-০৫) লিগ জেতা দলে ছিলেন মেসি। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, লিগ জয়ী দলের স্কোয়াডে থাকা সবাই সুপারকাপের শিরোপার জন্য বিবেচ্য। সেই হিসেবে মেসিও ওই বছর স্প্যানিশ সুপার কাপ জিতেছেন বলে স্বীকৃতি দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটেও বলা আছে, ৮টি ট্রফি জিতে স্প্যানিশ সুপার কাপের সবচেয়ে সফল খেলোয়াড় মেসি। ফুটবল বিষয়ক বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলছেন, সংখ্যাটা ৪৮। আসলে মেসির ক্যারিয়ারে ট্রফি সংখ্যা ৪৭ না ৪৮, এ বিষয়ে কে কোন হিসেব ধরছে সেটিই মূল বিষয়।