ইন্টার মায়ামিতে যোগ দিলেন আরেক আর্জেন্টাইন খেলোয়াড়

ইন্টার মায়ামিতে যোগ দিলেন আরেক আর্জেন্টাইন খেলোয়াড়
স্পোর্টস ডেস্ক

মেজর লিগ সকার (এমএলএস) এর বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। নতুন মৌসুমকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোচাতে শুরু করেছে লিওনেল মেসির দল। তারই অংশ হিসেবে ২০২৬ সালের প্রথম সাইনিং আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মুরা।
রেসিং ক্লাব থেকে ফ্রি ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী এই রাইট ব্যাক। ক্লাবের সঙ্গে তার চুক্তি চলবে ২০২৯ সালের জুন পর্যন্ত। এটি মুরার ক্যারিয়ারের প্রথম বিদেশি ক্লাব।
মার্সেলো ওয়েইগান্ট বোকা জুনিয়র্সে ফিরে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণ করতেই মুরাকে দলে নিয়েছে মায়ামি। গতি, আক্রমণাত্মক মানসিকতা ও আধুনিক ফুলব্যাক হিসেবে তার ধারাবাহিকতাই বোর্ডের আস্থা জুগিয়েছে।
চুক্তির পর মুরা বলেন, ‘ইন্টার মায়ামিতে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। কাজ শুরু করার জন্য মুখিয়ে আছি। আরও শিরোপা জিততে চাই। খুব দ্রুত মাঠে দেখা হবে।’
এছাড়া পালমেইরাস থেকে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক মিকায়েলকে নেওয়ার আলোচনাও চলছে। সার্জিও বুসকেটসের বিকল্প খুঁজছে ক্লাব। তালিকায় আছেন জিওভানি লো সেলসো।

মেজর লিগ সকার (এমএলএস) এর বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। নতুন মৌসুমকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোচাতে শুরু করেছে লিওনেল মেসির দল। তারই অংশ হিসেবে ২০২৬ সালের প্রথম সাইনিং আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মুরা।
রেসিং ক্লাব থেকে ফ্রি ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী এই রাইট ব্যাক। ক্লাবের সঙ্গে তার চুক্তি চলবে ২০২৯ সালের জুন পর্যন্ত। এটি মুরার ক্যারিয়ারের প্রথম বিদেশি ক্লাব।
মার্সেলো ওয়েইগান্ট বোকা জুনিয়র্সে ফিরে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণ করতেই মুরাকে দলে নিয়েছে মায়ামি। গতি, আক্রমণাত্মক মানসিকতা ও আধুনিক ফুলব্যাক হিসেবে তার ধারাবাহিকতাই বোর্ডের আস্থা জুগিয়েছে।
চুক্তির পর মুরা বলেন, ‘ইন্টার মায়ামিতে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। কাজ শুরু করার জন্য মুখিয়ে আছি। আরও শিরোপা জিততে চাই। খুব দ্রুত মাঠে দেখা হবে।’
এছাড়া পালমেইরাস থেকে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক মিকায়েলকে নেওয়ার আলোচনাও চলছে। সার্জিও বুসকেটসের বিকল্প খুঁজছে ক্লাব। তালিকায় আছেন জিওভানি লো সেলসো।

ইন্টার মায়ামিতে যোগ দিলেন আরেক আর্জেন্টাইন খেলোয়াড়
স্পোর্টস ডেস্ক

মেজর লিগ সকার (এমএলএস) এর বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। নতুন মৌসুমকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোচাতে শুরু করেছে লিওনেল মেসির দল। তারই অংশ হিসেবে ২০২৬ সালের প্রথম সাইনিং আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মুরা।
রেসিং ক্লাব থেকে ফ্রি ট্রান্সফারে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী এই রাইট ব্যাক। ক্লাবের সঙ্গে তার চুক্তি চলবে ২০২৯ সালের জুন পর্যন্ত। এটি মুরার ক্যারিয়ারের প্রথম বিদেশি ক্লাব।
মার্সেলো ওয়েইগান্ট বোকা জুনিয়র্সে ফিরে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণ করতেই মুরাকে দলে নিয়েছে মায়ামি। গতি, আক্রমণাত্মক মানসিকতা ও আধুনিক ফুলব্যাক হিসেবে তার ধারাবাহিকতাই বোর্ডের আস্থা জুগিয়েছে।
চুক্তির পর মুরা বলেন, ‘ইন্টার মায়ামিতে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। কাজ শুরু করার জন্য মুখিয়ে আছি। আরও শিরোপা জিততে চাই। খুব দ্রুত মাঠে দেখা হবে।’
এছাড়া পালমেইরাস থেকে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক মিকায়েলকে নেওয়ার আলোচনাও চলছে। সার্জিও বুসকেটসের বিকল্প খুঁজছে ক্লাব। তালিকায় আছেন জিওভানি লো সেলসো।




