ব্রেকিং
মরক্কোকে কঠিন প্রতিপক্ষ ভাবছেন ব্রাজিল কোচ
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ড্র শেষ হওয়ার পর নিজেদের গ্রুপ নিয়ে কার্লো আনচেলত্তি বললেন, ‘আরেকটু সহজ হতে পারত’। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল আছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।

ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর বিপক্ষে। ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি মনে করছেন, মরক্কো কঠিন প্রতিপক্ষ। আর মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা তাদের জন্য অনেক বড় সম্মানের।

টুর্নামেন্টের নিয়মে পরিবর্তন আসায় এবার আগের মতো কোন গ্রুপকে ‘মৃত্যুকূপ’ বল কঠিন। তবে আনচেলত্তি বলেন, ‘গ্রুপে আমরা কঠিন প্রতিপক্ষ পেয়েছি। মরক্কোর বিপক্ষে প্রথম ম‍্যাচে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ড্র হয়তো আরও সহজ হতে পারত, তবে এটা একটু কঠিন। আমাদের লক্ষ‍্য পরিষ্কার, গ্রুপে প্রথম হওয়া।‘

সব মিলিয়ে আফ্রিকার দল মরক্কোর বিপক্ষে তিনবার খেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সবশেষ ২০২৩ সালে, প্রীতি ম্যাচটি ২-১ গোলে হারে ব্রাজিল।

রেগরাগুইয়ের কোচিংয়েই ২০২২ বিশ্বকাপে মরক্কো খেলে সেমিফাইনালে। এবার গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে খেলতে উন্মুখ তিনি। ‘ব্রাজিলের বিপক্ষে খেলা সবার স্বপ্ন। এটা আমাদের জন‍্য সম্মানের। ব্রাজিল ফুটবলের দেশ, আর মরক্কানদের জন‍্য তারা একটা উদাহরণ। স্কটল‍্যান্ডের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। সত‍্যি বলতে গেলে, এটা হবে দারুণ এক লড়াই।‘

২০২৬’র ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। ফাইনাল হবে আগামী ১৯ জুলাই।